বার্তাকক্ষ ,,ক’দিন হলো ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় রয়েছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। সম্প্রতি একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। যেখানে তাকে অর্ধেক বিয়ের সাজে দেখা গেছে। সঙ্গে ছিল তার পোষা কুকুর রেক্সি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, রেক্সিকে বিয়ে করলাম। দেবলীনার এমন কাণ্ডে নড়েচড়ে বসেন নেটিজেনরা। পরে জানা যায় মজা নিতেই এই কাজটি করেছেন দেবলীনা।