দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় ২০২৩-২০২৪ অর্থ বছরে রবি মৌসূমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরে মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় দেবহাটা মুক্ত মঞ্চে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২৪৩০ জন কে এই বীজ ও সার প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ। উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর। পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। উপজেলার বিভিন্ন অধিদপ্তরে কর্মকর্তা কর্মচারীসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দেবহাটায় কৃষি কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান
Published on
