রুহুল আমিন, দেবহাটা
সাতক্ষীরার দেবহাটায় র্যাবের অভিযানে ৩০০ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়িসহ দুই মৎস্য ব্যবসায়ীকে আটক করা হয়েছে। টিকিটি এলাকা তাদের আটক করা হয়।র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের স্কট কমান্ডার সিনিয়র এএসপি মোঃ নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টিকিট এলাকার একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে অপদ্রব্য (জেলি) পুশকৃত ৩০০ কেজি বাগদা চিংড়িসহ উক্ত দুই মৎস্য ব্যবসায়ীসহ ১৩ জনকে আটক করা হয়। আটককৃতদের পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক সাতক্ষীরার নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লহ আল মামুন। দেবহাটা উপজেলার হিজলডাংগা গ্রামের তারাপদ সরকারের ছেলে রবিন্দ্র নাথ সরকারকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং ঢালিরঘের এলাকার হাজী মোস্তফা সানার ছেলে রফিকুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।এবং বাকী ১১ জন নারী কর্মচারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন। অভিযানকালে সেখানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসের সিনিয়র সাইন্টিফিক অফিসার নূরে আলমসহ অন্যান্যরা। জব্দকৃত চিংড়ি মাছ গুলো পরে স্থানীয় এলাকাবাসীর সামনে ডাম্পার ট্রাকের চাকার তলায় দিয়ে বিনষ্ট করা হয়।
দেবহাটায় র্যাব-৬ এর অভিযানে ৩শ কেজি পুশকৃত বাগদা চিংড়িসহ দু জন আটক
Published on
