রুহুল আমীন, দেবহাটা
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দেবহাটা উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন হয়। যাতে ১০১ ভোট পেয়ে আলহাজ¦ মুজিবর রহমান সভাপতি ও সাধারন সম্পাদক ১৪৫ ভোট পেয়ে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক পুনঃনির্বাচিত হন। ২০২৩ সালে (১০ ফেব্রুয়ারি) শুক্রবার রাতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ.কে ফজলুল হক ও সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের দাখিলকৃত কমিটির তালিকায় যৌথ স্বাক্ষরের মধ্যদিয়ে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন।
অনুমোদিত এ কমিটিতে নয়জন সহ-সভাপতিসহ দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. মুজিবর রহমানকে সভাপতি, পাঁচ জন যুগ্ম সম্পাদক সহ মনিরুজ্জামান মনিকে সাধারন সম্পাদক, তিন জন সাংগঠনিক সম্পাদক ও ২৩ জন নেতাকে উপদেষ্টা মন্ডলীতে রেখে ।শুক্রবার ১০ ই ফেব্রয়ারী ২০২৩ তারিখ রাতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে গনমাধ্যমকে বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও উজ্জীবিত করতে সকল দ্বিধা-বিভক্তি ও জটিলতার অবসান ঘটিয়ে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এদিকে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়ায় অনুমোদিত কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতাকর্মীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন দলের নেতা-কর্মীরা। প্রসঙ্গত ২০১৯ সালের ১ ডিসেম্বর জাকজমকপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. আ.ফ.ম রুহুল হক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস.এম কামাল হোসেনসহ জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিতিতে নিবাচনে দুটি পদে নির্বাচন হয়।