Thursday, June 1, 2023
Homeআইটিদেশীয় ওটিটির বিকাশে বাধা এফটিপি সার্ভার?

দেশীয় ওটিটির বিকাশে বাধা এফটিপি সার্ভার?

Published on

সাম্প্রতিক সংবাদ

বকাঝকা না করে শিশুকে যেভাবে শাসনে রাখবেন

বার্তাকক্ষ এ প্রজন্মের শিশুদেরকে নিয়ন্ত্রণ করা বেশ মুশকিল, এমনটিই মত বেশিরভাগ অভিভাবকের। বেশিরভাগ বাবা-মা শিশুদেরকে...

১২ কেজি এলপিজির দাম কমলো ১৬১ টাকা

বার্তাকক্ষ ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার দিনেই কমলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজি...

রিটার্ন দাখিলে দিতে হবে ২ হাজার টাকা

বার্তাকক্ষ আয়কর রিটার্ন দাখিল করেন অথচ করযোগ্য আয় নেই—এমন ব্যক্তিদের ওপর ন্যূনতম কর আরোপের প্রস্তাব...

বাজেটে মানুষের কষ্ট লাঘব হবে: ওবায়দুল কাদের

বার্তাকক্ষ প্রস্তাবিত ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটকে ‘জনবান্ধব’ বলে আখ্যায়িত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল...

বার্তাকক্ষ
দেশে লাইসেন্সধারী ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) সংখ্যা আড়াই হাজারের বেশি। প্রায় প্রতিটি প্রতিষ্ঠানেরই রয়েছে এফটিপি (ফাইল ট্রান্সফার প্রটোকল) সার্ভার। এসব সার্ভারের নিজস্ব কোনও কনটেন্ট নেই। অনলাইন বা বিনোদনের নতুন প্ল্যাটফর্ম ওটিটি-তে (ওভার দ্য টপ) কোনও কনটেন্ট প্রচারের ১০-১২ ঘণ্টার মধ্যে তা ডাউনলোড করা হয় এফটিপি সার্ভারে। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো তার গ্রাহকদের বিনামূল্যে বাড়তি বিনোদন দিতে এফটিপি সার্ভারের সেবা দিয়ে থাকে। যা দেশীয় ‍ওটিটি প্ল্যাটফর্মগুলোর জন্য হুমকি বলে মনে করেন এর উদ্যোক্তারা।
দেশীয় ওটিটির উদ্যোক্তারা বলছেন, তাদের পেইড কনটেন্ট কপি হয়ে চলে যাচ্ছে এফটিপি সার্ভারে। এফটিপি সার্ভার বন্ধ না হওয়ায় তাদের বিশাল বিনিয়োগ হুমকির মুখে পড়েছে। উদ্যোক্তারা শিগগিরই এফটিপি সার্ভার বন্ধ করার বিষয়ে আইএসপিগুলোকে চিঠি দেবেন বলে জানা গেছে। অপরদিকে আইএসপিগুলোর সংগঠন আইএসপিএবি বলছে, ওটিটি নীতিমালা তৈরি হলে এই খাতের বিদ্যমান সমস্যা দূর হয়ে যাবে।
দেশীয় ওটিটির মধ্যে রয়েছে চরকি, বায়োস্কোপ, টফি, বঙ্গ, সিনেম্যাটিক, বিঞ্জ, আই-স্ক্রিন, দীপ্ত প্লে, র‌্যাবিট হোল ইত্যাদি।
জানতে চাইলে দেশীয় ওটিটি প্রতিষ্ঠান চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এফটিপি সার্ভার দেশীয় ওটিটি প্ল্যাটফর্মের জন্য বিশাল একটা বাধা। এই সার্ভারের কারণে ওটিটি প্ল্যাফর্মগুলোর বিশাল বিনিয়োগ অনেকটা হুমকির মুখে।’ তিনি আরও বলেন, ‘আমরা কিছু কিছু আইএসপিকে জানিয়েছি— তারা যদি ওটিটি প্ল্যাটফর্ম থেকে কনটেন্ট কপি করা বন্ধ না করে, তাহলে অ্যাকশনে যাবো।’ কারণ, হিসেবে তিনি উল্লেখ করেন ওটিটির কনটেন্ট তো পেইড কনটেন্ট।
চরকি কর্তৃপক্ষ এরইমধ্যে পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অনানুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কাছে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে যে— কনটেন্ট কারা কপি করছে, কোন কোন সার্ভারে পাওয়া যাচ্ছে ইত্যাদি বিষয়ে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করা হয়েছে।
রেদওয়ান রনি বলেন, ‘আমাদের নিজস্ব একটি ফোরাম আছে। সেখানে আমরা আলোচনা করছি। আমরা হয়তো খুব শিগগিরই আইএসপিগুলোকে চিঠি দিয়ে এই বিষয়ে সতর্ক করবো।’
এ বিষয়ে জানতে চাইলে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সভাপতি এমদাদুল হক বলেন, ‘এফটিপি সার্ভারের সঙ্গে দেশীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোর কোনও বিরোধ নেই। কোনও সংকটও নেই।’ এর পেছনের কারণ হিসেবে তিনি বলেন, ‘এফটিপি সার্ভারগুলোতে স্থানীয় কনটেন্ট থাকে না বললেই চলে। সাধারণত এফটিপি সার্ভারে ইংরেজি, হিন্দি, দক্ষিণী মুভি, কোরিয়ান সিরিজ, টার্কিশ কনটেন্ট ডাউন লোড করা থাকে। দর্শকরা সেসব দেখে। ওটিটি প্ল্যাটফর্মে দেশীয় কনটেন্টের পাশাপাশি ‍বিদেশি কনটেন্টও দেখতে পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে কোনও গাইডলাইন আমাদের হাতে নেই। আমরা গাইডলাইন পেলে এই খাতের কোনও সমস্যা থাকবে না। দেশীয় ওটিটির একটি বাজার এরইমধ্যে তৈরি হয়েছে। এজন্য একটা নীতিমালা দরকার। সেটা হচ্ছে। আমরা সেটা তৈরি করছি। যত তাড়াতাড়ি সম্ভব নীতিমালা তৈরি হবে। তখন এ খাতের বিরাজমান কোনও সমস্যা থাকলে তা দূর হয়ে যাবে।’
তিনি জানান, গত সপ্তাহে ওটিটি গাইডলাইন নিয়ে বিটিআরসিতে একটি বৈঠক হয়েছে। আমরা ওটিটি, ভিডিও অন ডিমান্ড সার্ভিস নিয়ে আলোচনা করেছি।
নাম ও পরিচয় প্রকাশ না করার শর্তে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) শীর্ষ কর্মকর্তা বলেন, সব আইএসপির একটা করে এফটিপি সার্ভার আছে। সেসবের বেশির ভাগেই কপিরাইট ছাড়া কনটেন্ট আছে। যেকোনও কনটেন্ট অনলাইনে আসার ১০-১২ ঘণ্টার মধ্যে এফটিপি সার্ভারে চলে আসে। ফলে দর্শক যদি এখানেই সব পেয়ে যায়, তাহলে তিনি কেন আর ওটিটিতে কনটেন্ট দেখবেন টাকা খরচ করে, প্রশ্ন করেন তিনি। ফলে এফটিপি সার্ভার অনেকটা এই খাতের বাধা বলা যায়। তিনি আশাবাদী, নীতিমালা হয়ে গেলে এবং এফটিপি সার্ভারের বিষয়ে কোনও নির্দেশনা এলে এই খাতে বিদ্যমান অসঙ্গতিগুলো দূর হবে।
নাম ও পরিচয় প্রকাশ না করার শর্তে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মের এক কর্মকর্তা বলেন, এফটিপির নিজেদের কোনও কনটেন্ট নেই। আগে শুধু বিদেশি কনটেন্ট রাখতো। এখন দেশীয় কনটেন্টও রাখা হচ্ছে এফটিপিতে। এটা শুধু দেশীয় ওটিটি নয়, আমি বলবো— সবার জন্যই হুমকি স্বরূপ। এফটিপি সার্ভারকে অবৈধ উল্লেখ করে তিনি বলেন, আইএসপিরা এসব সার্ভার বন্ধ না করলে দেশীয় ওটিটি শিল্প হুমকির মুখে পড়বে।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

ল্যাপটপ-কম্পিউটারের দাম আরও বাড়ার শঙ্কা

বার্তাকক্ষ এবারের বাজেট প্রস্তাবে কম্পিউটার ও ল্যাপটপ আমদানির ওপর থেকে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের...

মোবাইল ফোনের দাম আরও বাড়বে

বার্তাকক্ষ দেশে তৈরি মোবাইল ফোনের ওপর ভ্যাট (মূল্য সংযোজন কর) বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এই...

নতুন আইফোনে অপরিবর্তিত থাকবে ক্যামেরা ও ডিসপ্লে

বার্তাকক্ষ আইফোন ১৫ প্রো ম্যাক্সের উন্মোচনকে ঘিরে ব্যাপক আগ্রহ জেগেছে অ্যাপলপ্রেমীদের মধ্যে। সম্প্রতি স্মার্টফোনবিষয়ক তথ্যদাতা...