বার্তাকক্ষ ,,শতাধিক স্পোর্টসমোড ও কলিং ফিচার নিয়ে বাংলাদেশের বাজারে কিসিলেক্টের নতুন স্মার্টওয়াচ এনেছে গ্যাজেট বিপণনকারী প্রতিষ্ঠান মোশন ভিউ। স্লিম মেটাল বডির স্মার্টওয়াচটিতে ১ দশমিক ৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। যার রেজল্যুশন ৩৬৮×৪৪৮ পিক্সেল। এতে অলওয়েজ-অন-ডিসপ্লে (এওডি) ফিচার রয়েছে। স্মার্টওয়াচটির ডিসপ্লে দুটি অংশে ভাগ করে ব্যবহার করা যাবে।
স্মার্টওয়াচটিতে ৩৩০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ফুল চার্জ হতে ২ ঘণ্টার মতো সময় নেয়। একবার ফুল চার্জে সাধারণ ব্যবহারে চার থেকে সাতদিন, খুব বেশি ব্যবহারে আড়াই থেকে সাড়ে চারদিনের ব্যাকআপ পাওয়া যাবে। স্মার্টফোনে ব্লুটুথের মাধ্যমে যুক্ত থাকা অবস্থায় এটি থেকে সরাসরি কল করা যাবে কিংবা ফোনে আসা কল রিসিভও করা যাবে। যেকোনো ধরনের ল্যাগ ছাড়াই কল করার জন্য ওয়াচটিতে ব্লুটুথ ৫.২ সংস্করণ দেয়া হয়েছে।