Saturday, September 23, 2023
Homeরাজনীতিদেশে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের আশঙ্কা করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

দেশে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের আশঙ্কা করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

Published on

সাম্প্রতিক সংবাদ

উদ্যোগ নেয়া হোক কার্যকরী

বাংলাদেশ এখনো রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধানের আশা রাখছে। রোহিঙ্গাদের দীর্ঘদিন বহন করার মতো...

নির্বাচন বাধাগ্রস্তকারী বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

প্রতিদিনের ডেস্ক ধারণা করা হচ্ছিল, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবে যুক্তরাষ্ট্র। কিন্তু...

ধানক্ষেতে পোকার আক্রমণ: যা বিষেও মরছে না, দিশেহারা কৃষক

কুষ্টিয়া প্রতিনিধি আমন ধান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কৃষকরা। তবে এবার...

চৌগাছায় ঝুঁকিপূর্ণ অবস্থায় দ্বিতল ভবন, দূর্ঘটনার আশংকা

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছা বাজারে জরাজীর্ণ একটি দ্বিতল ভবন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পৌর কর্তৃপক্ষ...

বার্তাকক্ষ
সরকার ও সরকারি দলের ভূমিকার কার‌ণে দেশে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের আশঙ্কা কর‌ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।শুক্রবার (২৩ জুন) দুপু‌রে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দুই দিনব্যাপী সভার শেষ অধিবেশনে এমন আশঙ্কার কথা বলা হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ব‌লেন, সরকার ও সরকারি দলের জেদ-অহমিকা ও অবিমৃশ্যকারী ভূমিকা দেশের বিপদ বাড়িয়ে তুলছে। এ কার‌ণে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের আশঙ্কা বৃদ্ধি করছে। কিছুদিন ধরে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে এই উদ্বেগ ও আশঙ্কা আরও বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি চলতে দিলে দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও জাতীয় স্বার্থও হুমকির মধ্যে পড়তে পারে।
এই বিশেষ সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, এপোলো জামালী, সজীব সরকার রতন, সিকসার হারুন মাহমুদ, শহীদুল আলম নান্নু সাইফুল ইসলাম, শেখ মোহাম্মদ শিমুল, মীর রেজাউল আলম প্রমুখ।
বৈঠকের প্রস্তাবে বলা হয়, ক্ষমতায় থেকে নির্বাচন করার সরকারের একগুঁয়ে মনোভাবই সংঘাত-সংঘর্ষের পরিস্থিতি ডেকে আনছে। এর দায়দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে। প্রস্তাবে উল্লেখ করা হয়, বাংলাদেশে আর একটি একতরফা নীল নকশার নির্বাচনী তামাশার কোনও অবকাশ নেই।
প্রস্তাবে অতিদ্রুত পদত্যাগের ঘোষণা দিয়ে নির্বাচনকালীন দল-নিরপেক্ষ সরকার গঠনের রাস্তা খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে যুগপৎ ধারায় চলমান গণসংগ্রামকে আরও জোরদার করার আহ্বান জানানো হয়।২৫ জুনের মধ্যে গার্মেন্টসসহ সকল খাতের শ্রমিকদের উৎসব ভাতাসহ যাবতীয় বকেয়া পরিশোধের জন্য সব মালিক ও সরকারের প্রতি দাবি জানানো হয়।
একইসাথে দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিরোধে কার্যকরী উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সভার শুরুতে প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরী ও সিরাজুল আলম খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : শাহীন চাকলাদার এমপি

আবু হুরাইরা রাসেল, কেশবপুর যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ...

বিএনপির পাল্টা কর্মসূচি ঘোষণা আ.লীগের

প্রতিদিনের ডেস্ক॥ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর...

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

প্রতিদিনের ডেস্ক॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির মেয়াদ আরও...