Thursday, June 1, 2023
Homeচিকিৎসা‘দেশে ৪.৬ শতাংশ মানুষ আইবিএস রোগে ভুগছেন’

‘দেশে ৪.৬ শতাংশ মানুষ আইবিএস রোগে ভুগছেন’

Published on

সাম্প্রতিক সংবাদ

দাম কমতে পারে যেসব পণ্যের

বার্তাকক্ষ জনস্বার্থ ও দেশীয় শিল্প সুরক্ষায় ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক কর ও...

মেসির পিএসজি ছাড়ার খবর আনুষ্ঠানিকভাবে জানালো কোচ

বার্তাকক্ষ লিওনেল মেসি যে পিএসজি ছেড়ে যাচ্ছেন সেটা জানা থাকলেও আনুষ্ঠানিক ঘোষণা ছিল বাকি। বৃহস্পতিবার...

চিতলমারীতে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত-৪

চিতলমারী সংবাদদাতা বাগেরহাটের চিতলমারীতে সুপারি গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ ৪ জন...

পাইকগাছায় রাস্তার পাশে সন্তান জন্ম দিলেন পাগলী

আনোয়ারুল ইসলাম, পাইকগাছা খুলনার পাইকগাছায় রাস্তার পাশে সন্তান জন্ম দিলেন অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন এক...

বার্তাকক্ষ
বাংলাদেশে কমপক্ষে ৪ দশমিক ৬ শতাংশ মানুষ অন্ত্রের ব্যাধি বা আইবিএস রোগে ভুগছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৮ এপ্রিল) আইবিএস দিবস-২০২৩ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ আয়োজিত র‌্যালি ও সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, দীর্ঘমেয়াদি অন্ত্রের ব্যাধি বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। দীর্ঘমেয়াদি অন্ত্রের রোগের সব চিকিৎসা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রয়েছে।
তিনি আরও বলেন, এই রোগের বিষয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। রোগ নির্ণয়ের ওপর গুরুত্ব দিতে হবে। উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গবেষণা কার্যক্রম বৃদ্ধি করতে হবে। এ জন্য স্ক্রিনিং কার্যক্রমও জোরদার করতে হবে। মানুষের ধারণা রয়েছে অতিরিক্ত পানি খেলে কিডনি ভালো থাকবে, এটা ভুল ধারণা। দিনে দুই থেকে আড়াই লিটারের বেশি পানি পান করা উচিত নয়। দিনে দুই লিটার পানি পান করাই হলো সর্বোত্তম।
সেমিনারে বক্তারা বলেন, আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম দীর্ঘমেয়াদি অন্ত্রের ব্যাধি। বিশ্ব জনসংখ্যার ১০ শতাংশ লোক আইবিএস রোগে ভুগছেন। আক্রান্ত ব্যক্তি ঘন ঘন পাতলা পায়খানা, পেটে ব্যথা, দীর্ঘমেয়াদি আমাশয়, পেট ফেঁপে থাকা, পেটে কামড় দিয়ে পায়খানা হওয়াসহ নানাবিধ উপসর্গ প্রকাশ করে। কারো কারো ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য হতে পারে। জীবনহানিকর কোনো সমস্যা না থাকা সত্ত্বেও রোগীরা দীর্ঘসময় ধরে কষ্ট পেতে থাকে এবং এতে তাদের পারিবারিক, সামাজিক, পেশাগত জীবন ব্যাহত হয়। পরিপাকতন্ত্রের মাংসপেশি ও স্নায়ুর অস্বাভাবিক সংকোচন, প্রসারণ, উপকারী ব্যাকটেরিয়ার পরিবর্তনসহ নানাবিধ কারণ আইবিএস রোগের কারণ হিসেবে ধারণা করা হয়। উদ্বেগ ও মানসিক চাপে যারা থাকেন তারা এই রোগে বেশি ভোগেন। পুরুষের তুলনায় নারীরা আইবিএস রোগে বেশি আক্রান্ত হন।
তারা বলেন, আইবিএস রোগের উপসর্গ নিয়ন্ত্রণই রোগ নিয়ন্ত্রণের মূলমন্ত্র। যেসব খাবারে পেটের সমস্যা বাড়ে, সেসব খাবার এড়িয়ে চলতে হবে। যেমন- দুধ, দুগ্ধজাত খাবার, শাক, অতিরিক্ত তেলে ভাজা, অতিরিক্ত মশলাযুক্ত খাবার, চিনি, ক্যাফেইন ইত্যাদি এড়িয়ে চলা ভালো। মানসিক চাপ কমাতে ব্যায়াম, যোগব্যায়াম, মেডিটেশন করতে পারেন। প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী উপসর্গ অনুযায়ী উপসর্গ প্রশমনের জন্য ওষুধ সেবন করতে হবে। মনস্তাত্ত্বিক থেরাপি আইবিএস রোগীর জন্য ফলপ্রসূ। জনসচেতনতা ও কুসংস্কার দূরীকরণই হতে পারে আইবিএস মোকাবিলার মূল হাতিয়ার।
অনুষ্ঠানে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনওয়ারুল কবীরের সভাপতিত্বে ও অধ্যাপক ডা. মো. রাজীবুল আলমের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান।
প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান খান ও সহকারী অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান। সেমিনারে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

টানা তিন দিন করোনা শনাক্ত শতাধিক

বার্তাকক্ষ গত ২৪ ঘণ্টায় দেশে ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময় কারো মৃত্যু...

হাসপাতালে ভর্তি আরও ৯৫ ডেঙ্গুরোগী

বার্তাকক্ষ দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি...

দেড় মাস পর আবারও চালু হচ্ছে করোনা টিকা কার্যক্রম

বার্তাকক্ষ প্রায় দেড় মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে সারাদেশে আবারও শুরু হচ্ছে করোনা টিকার...