দ্বিতীয় ওয়ানডে দলে হঠাৎ সুযোগ শামীম হোসেনের

0
13

বার্তাকক্ষ ,,মাঠে নামার ১৮ ঘণ্টা আগে হঠাৎ শামীম হোসেন পাটোয়ারীকে দলে যুক্ত করা হয়েছে। বাংলাদেশের হয়ে ১০ টি-টোয়েন্টি খেলা শামীমকে প্রথম ওয়ানডে দলে ডাক দেওয়া হয়েছে। তাকে ইংল‌্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি দলেও নেওয়া হয়েছে।ব‌্যাটিং ব‌্যর্থতায় প্রথম ওয়ানডেতে ভালো করতে পারেনি বাংলাদেশ। মিরপুরে আগে ব‌্যাটিংয়ে নেমে ২০৯ রানে গুটিয়ে যায়। বোলাররা স্বল্প পুঁজি নিয়ে লড়াই করেছে। কিন্তু ডেভিড মালান দালান ভাঙতে পারেনি। মালানের সেঞ্চুরিতে ৩ উইকেটে ম‌্যাচ হারে স্বাগতিকরা।
৩ ম‌্যাচ সিরিজে ১-০ ব‌্যবধানে পিছিয়ে শুক্রবার ইংলিশদের আতিথেয়তা দেবে তামিমের দল। দ্বিতীয় ওয়ানডেতে হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে হঠাৎ শামীমকে যুক্ত করার কারণ কেউই খোলাসা করতে চাইলেন না। তবে শোনা যাচ্ছে প্রথম ওয়ানডেতে খেলা একজন ক্রিকেটারের চোট রয়েছে। ব‌্যাকআপ হিসেবেই শামীমকে নেওয়া।
নির্বাচক হাবিবুল বাশার এমন কিছুর ধারণা দেওয়ার চেষ্টা করলেন, ‘শামীম পাটোয়ারীকে দলে নেওয়া হয়েছে। ব‌্যাক আপ হিসেবেই। আমাদের স্কোয়াড ছোট৷ যদি কেউ ইনজুরির কারণে শেষ মুহূর্তে খেলতে না পারে সেজন‌্য নেওয়া হয়েছে।’
গতকাল ইংল‌্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির দল ঘোষণা করে বিসিবি। যেখানে ২০২১ সালের নভেম্বরের পর আবার সুযোগ পেয়েছেন শামীম। বিপিএলের পারফরম‌্যান্সের সুবাদে তার জাতীয় দলে ফেরার দরজা খুললেও তেমন ভালো কিন্তু করেননি।১২ ম্যাচে ৮ ইনিংসে রান কেবল ১৭৫। যেখানে এক ম্যাচেই করেছিলেন ৭১ রান। তার ওই ৭১ রানের ইনিংসটি অবশ্য সবার নজর কেড়েছিল। তিনে নেমে ৪টি করে চার ও ছক্কায় ১৩৯.২১ স্ট্রাইক রেটে রান করেছিলেন।
শামীমকে দলে নেওয়ায় স্কোয়াড এখন ১৫ জনের হলো।