প্রতিদিনের ডেস্ক
শ্রীলঙ্কান ইমার্জিং দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দাপটের সাথে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ ইমার্জিং দল। আইচ মোল্লা ব্যাট হাতে তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। লঙ্কানদের বিপক্ষে ১৪৭ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। তার অনবদ্য শতরানের ওপর ভর করে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হারিয়ে ৪৭২ রান সংগ্রহ করেছে ইমার্জিং টাইগাররা। ডাম্বুলায় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে বাংলাদেশ। বুধবার ম্যাচের প্রথম দিনে ১ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করেছিল ইমার্জিং দল। ওইদিন দলীয় ৭৬ রানের মাথায় আউট হয়ে যান নওরোজ নাবিল। প্রথম দিন শেষে ৭৪ রানে অপরাজিত ছিলেন আইচ মোল্লা, অপরপ্রান্তে মাহমুদুল হাসান জয় ছিলেন ৪৯ রান নিয়ে। গতকাল দ্বিতীয় দ্বিতীয় মাঠে নেমে নিজের অর্ধশতক পূরণ করে আউট হয়ে যান জয়। ৬৬ রান করে ইশান মালিঙ্গার বলে সোনাল দিনুশার বলে সাজঘরে ফেরত যান বাংলাদেশ অধিনায়ক। তবে সেঞ্চুরির দিকে এগিয়ে যান আইচ মোল্লা। শেষ পর্যন্ত করেও ফেললেন সেঞ্চুরি। ১৪৭ রানে থামেন তিনি। তবে সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ রয়ে গেছে শাহাদাত হোসেনের। ৯৩ রান করে ইশান মালিঙ্গার এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটার। এছাড়া ২৬ রান করেছেন আব্দুল্লাহ আল মামুন। দলের হয়ে দ্বিতীয় অর্ধশতকের কাছাকাছি গিয়েও ব্যর্থ হলেন উইকেটরক্ষক ব্যাটার প্রিতম কুমার। ৪টি চার, একটি ছক্কা হাঁকিয়ে তিনি করেছেন ৪৪ রান। ১০ রান করেছেন আহমেদ শরীফ, ২১ রান করেছেন হাসান মুরাদ। ২ বল খেলে রানের খাতা না খুলে অপরাজিত অবস্থায় দ্বিতীয় দিন শেষ করেন রিপন মণ্ডল। লঙ্কানদের হয়ে ৩টি উইকেট শিকার করেছেন ইশান মালিঙ্গা। ২টি উইকেট তুলে নিয়েছেন নিপাম প্রেমারত্মে। এছাড়া একটি করে উইকেট শিকার করেছেন কালহারা সিনারত্মে ও শাশিকা দুলশান।
