Friday, June 9, 2023
Homeখেলাদ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন নেইমার

দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন নেইমার

Published on

সাম্প্রতিক সংবাদ

অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ দুঃখজনক

আসন্ন সংসদ নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকরা দিন দিন তৎপর হয়ে উঠছেন। গতকাল ভোরের কাগজের...

সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

বার্তাকক্ষ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর...

ইউক্রেনে সেনা পাঠাতে পারে জোট মিত্ররা: ন্যাটোর সাবেক মহাসচিব

বার্তাকক্ষ আসন্ন সম্মেলনে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে না পারলে ন্যাটো জোটের কয়েকটি মিত্র দেশ কিয়েভকে...

জাপোরিজ্জিয়াতে রুশ অবস্থানে ‘সর্বাত্মক আক্রমণ’ শুরু করেছে ইউক্রেন?

বার্তাকক্ষ রাশিয়ার দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে ইউক্রেনের সেনাবাহিনী বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছে। সোশ্যাল মিডিয়া...

বার্তাকক্ষ
তারপর বাকি মৌসুমের জন্য তাকে ফুটবল মাঠের বাইরে চলে যেতে হয়। ক্ষতস্থানে দোহায় অস্ত্রোপচার করানোর পর এখন চোট থেকে সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন নেইমার। এরই মধ্যে একটা সুখবর দিয়েছেন ৩১ বছর বয়সী এই তারকা। দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন তিনি।
প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির গর্ভে তার সন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের সঙ্গে নিজের ‘বেবি বাম্প’-এর ছবি প্রকাশ করে খবরটি নিশ্চিত করেছেন ব্রুনা। এমন খবর জানার পর ভক্তরা শুভেচ্ছা এবং শুভকামনা জানানো শুরু করেন।
ব্রুনা মোট পাঁচটি ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে, নীল শর্টস ও ক্রিম রংয়ের টি-শার্ট পরা নেইমার তার প্রেমিকা ব্রুনার ‘বেবি বাম্প’-এ চুমু খাচ্ছেন। এমন কিছু ছবির সঙ্গে ক্যাপশনে মা হতে যাওয়ার সুখবরটি পর্তুগিজ ভাষায় জানান ব্রুনা। ব্রুনার এই পোস্টে নেইমারের ক্লাব ও জাতীয় দলের সতীর্থদের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।
ব্রুনার আইডি থেকে শেয়ার করা ছবিতে তিনি লিখেছেন, ‘আমরা আমাদের ভালোবাসা পূর্ণ করতে তোমার (অনাগত সন্তান) জন্য অপেক্ষা করছি। অনেক পরিকল্পনা সাজানো হয়েছে তোমাকে ঘিরে।’
ব্রুনা আরও লিখেছেন, ‘পুত্র আমার, তোমার জন্য সুন্দর একটি পরিবার অপেক্ষা করছে। যেখানে তোমার ভাই, দাদা-দাদী এবং চাচা-চাচীরা তোমাকে খুব ভালবাসবে। তুমি সুস্থভাবে এসে আমাদের স্বপ্ন পূর্ণ কর।”
জানা গেছে, ২০২১ সাল থেকে ব্রুনার সঙ্গে থাকা শুরু করেন ব্রাজিলিয়ান সুপারস্টার। বিষয়টি জানাজানি হয় ২০২২ সালের জানুয়ারিতে। এরপর আগস্টে তাদের আলাদা হয়ে যাওয়ার গুঞ্জন ওঠে। তবে নেইমারের ৩১তম জন্মদিনে আবারও মিলে যাওয়ার খবর পাওয়া যায়। এরপরেই এই সুখবরটি এল। নেইমার ও ব্রুনার জীবনে এটাই হতে যাচ্ছে প্রথম সন্তান।
এর আগে ২০১১ সালে মাত্র ১৯ বছর বয়সে প্রথমবারের মতো বাবা হয়েছিলেন নেইমার। তার ছেলের নাম ডেভিড লুকা। নেইমার ও তার সাবেক বান্ধবী ক্যারোলিনা দান্তাসের সন্তান লুকা। সূত্র: পিএসজি টক, স্পোর্টস ব্রিফ

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

মেসির এক ঘোষণায় মিয়ামির টিকিটের দাম বেড়েছে ১০৩৪ শতাংশ!

বার্তাকক্ষ বার্সেলোনায় নয়, নয় সৌদি ক্লাব আল হিলালে। সবাইকে চমকে দিয়ে লিওনেল মেসি নাম লেখাচ্ছেন...

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অস্ট্রেলিয়ার রানপাহাড়ের জবাবে বিপদে ভারত

বার্তাকক্ষ দুই সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া গড়েছে রানপাহাড়। জবাব দিতে নেমে বিপদে ভারত। ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে...

বাগদান সম্পন্ন, হাসান মাহমুদের বিয়ে শুক্রবার

বার্তাকক্ষ বিয়ের পিঁড়িতে বসছেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ পেসার হাসান মাহমুদ। আগামীকাল শুক্রবার (৯ জুন)...