বার্তাকক্ষ
নাটোরে ধর্ষণ ও মানবপাচার মামলায় তিন নারীসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। তবে উভয় মামলার সব আসামি পলাতক আছেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ অক্টোবর নাটোর সদর উপজেলার চকতেবাড়িয়া গ্রামের এক কিশোরীকে পাচারের উদ্দেশ্যে তুলে পাবনার এক বাসায় নিয়ে গিয়ে আটকে রাখে। পরে তাদেরই একজনের সঙ্গে কিশোরীকে জোর করে বিয়ে দেন অভিযুক্তরা। ওই কিশোরীকে শারীরিক নির্যাতনের মাধ্যমে অশ্লীল কর্মকাণ্ডে বাধ্য করেন তারা। সেখান থেকে পালিয়ে নাটোরে ফিরে আসার পর মামলা করে কিশোরী।
প্রয়োজনীয় সাক্ষ্য ও তথ্য প্রমাণ শেষে অভিযুক্ত হালিমা, আম্বিয়া, জেমি, নাইম ও আজবারের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই অর্থ আদায় করে কিশোরীকে দিতে বলা হয়।
এদিকে একই আদালতে সিংড়া উপজেলার কুশাবাড়ি গ্রামে এক নারীকে ধর্ষণের অপর এক মামলার রায়ে আনছার আলী নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। ২০০৪ সালে রাতে ওই নারীর ঘরে ঢুকে ধারালো অস্ত্র ধরে তাকে ধর্ষণ করে আনছার আলী। তারও যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
