এসকে সুজয়,নড়াইল
নড়াইলে নবাগত পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানকে বরণ এবং বিদায়ী পুলিশ সুপার মোছা:সাদিরা খাতুনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নড়াইল পুলিশ লাইনে এ উপলক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করে বিদায়ী পুলিশ সুপার মোছা: সাদিরা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ দোলন মিয়া,সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার, জেলা পুলিশের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা(ডিআই-অন) মীর শরীফুল ইসলাম,লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসির উদ্দিন, টিআই কাজী হাসানুজ্জামান প্রমূখ। এসময় জেলা পুলিশের সকল ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
নড়াইলে নবাগত পুলিশ সুপারকে বরণ ও বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা
Published on
