প্রতিদিনের ডেস্ক
বিশ্বকাপ শেষ সাকিব আল হাসানের। নানা বিতর্ক আর সমালোচনা ছিল যে নেতৃত্ব নিয়ে সেই আসনটাও খালি হচ্ছে এবারে। বিশ্বকাপের আগেই সাকিব জানিয়েছিলেন, বৈশ্বিক এই আসরের পরেই ছেড়ে দিবেন নেতৃত্বের ভার। বাংলাদেশের অধিনায়ক হিসেবে তার যাত্রার ইতিটা তাই দেখে ফেলেছেন ভক্তরা। বিশ্বকাপের শেষ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন সহ-অধিনায়ক হিসেবে ভারতে যাওয়া নাজমুল হোসেন শান্ত। তবে এরপর কে আসবেন সেটা নিয়েই এখন প্রশ্ন। গুঞ্জন বলছে, মেহেদি হাসান মিরাজকেই পরের অধিনায়ক হিসেবে ভেবে রেখেছে টিম ম্যানেজমেন্ট। বয়সভিত্তিক দলে অধিনায়কত্ব করা মিরাজ, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও বাংলাদেশের অধিনায়ক ছিলেন। পারফর্ম্যান্সেও আস্থা কুড়িয়েছেন তিনি। এই ছবিতেই কি আছেন দেশের পরের ওয়ানডে অধিনায়ক? তবে বিসিবি সূত্র জানাচ্ছে, অধিনায়ক ইস্যুতে এখন পর্যন্ত কোন কিছুই নিশ্চিত না। সাকিব পরবর্তী সময়ে কে হবেন অধিনায়ক সেটা নিয়ে কোন উত্তরই দিলেন না ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। বোর্ডের এই কর্তা বলেন, ‘নতুন অধিনায়কত্ব নিয়ে এখনো কিছু জানা নেই। ভাবা হচ্ছে আপাতত।’
