প্রতিদিনের ডেস্ক॥ নতুন আরও দুই গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। একদিন আগেই এ গান দুটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। এরইমধ্যে একটি গানের নাম ‘বন্ধু’ ও অপর গানটির নাম ‘কেমন জানি লাগে আমার’। কাজী মাহফুজ রানার কথায় প্রথম গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রোহান রাজ। আর রাজু দেওয়ানের কথা-সুরে দ্বিতীয় গানটির সংগীতায়োজনও করেছেন রোহান। গান দুটিতে কণ্ঠ দিয়ে বেশ উচ্ছ্বসিত সালমা। তিনি বলেন, রোহান রাজের সুর ও সংগীতে এর আগে অনেক গানেই কণ্ঠ দিয়েছি। তার সুর ও সংগীত আমার বেশ পছন্দ। এবার আরও দুটি নতুন গানে কণ্ঠ দিলাম। আমার বিশ্বাস এ দুটি গানও শ্রোতাদের ভালো লাগবে।
এদিকে সালমা বর্তমানে শো নিয়ে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি নতুন গানের কাজ করছেন। সামনে আরও বেশ কয়েকটি নতুন গানে কণ্ঠ দিবেন বলে জানালেন। এ গানগুলো নতুন বছর উপলক্ষে ও আগামী বছর ভালোবাসা দিবস উপলক্ষেই মূলত তৈরি হচ্ছে।
