বার্তাকক্ষ
আগামী তিন বছরের মধ্যে ১১ হাজার কর্মী ছাঁটাইয়ে যাচ্ছে ভোডাফোন। আজ এক ঘোষণায় এ তথ্য জানান কোম্পানির নতুন সিইও মার্গারিটা ডেলা ভালে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা ও প্রতিযোগিতায় টিকে থাকতে এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক টেলিকম জায়ান্টটি। খবর রয়টার্স।
গত মাসেই ভোডাফোনের দায়িত্ব নেন মার্গারিটা ডেলা ভালে। এরপরই কোম্পানিকে ঢেলে সাজানোর দায়িত্ব নিয়েছেন তিনি। ভালে জানান, কোম্পানির পারফরম্যান্স যথেষ্ট ভাল হয়নি। সে কারণে কোম্পানি গ্রাহকদের সুরক্ষায় অগ্রাধিকার দেবে ও কোম্পানির প্রবৃদ্ধির দিকে নজর দিচ্ছে। টেলিকম বাজারে প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিতেই এই সিদ্ধান্ত।
রয়টার্স বলছে, এ পর্যন্ত কোম্পানির সবচেয়ে বড় ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ভোডাফোন। বর্তমানে কোম্পানিতে ১ লাখ কর্মী রয়েছে। চলতি বছরের শুরুতে ইতালিতে ১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল টেলিকম জায়ান্টটি। কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, জার্মানিতেও ১ হাজার ৩০০ কর্মী ছাঁটাই করবে তারা। ভোডাফোনের জন্য জার্মানি সবচেয়ে বড় বাজার হলেও নতুন সিইও বলছেন, টেলিকম কোম্পানিটির জন্য জার্মানি এখন ততটা লাভজনক প্লাটফর্ম নয়। তবে স্পেনের মতো বাজারে সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।
