বার্তাকক্ষ ,,বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি। অনেক দিন ধরে জোর গুঞ্জন, ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা সিদ্ধার্থের প্রেমে মজেছেন তিনি। শুধু প্রেম নয় তাকে নিয়ে বিদেশে ঘুরতেও দেখা গেছে তাকে। অন্যদিকে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন অদিতির সাবেক স্বামী সত্যদীপ মিশ্রা। বললেন, অদিতির সঙ্গে সম্পর্কে জড়ানোর কারণে প্রেমকে ঘৃণা করি। এখন পুনরায় প্রেমে পড়তেও ভয় পাই। যাদের প্রেমের সম্পর্কে বিচ্ছেদের অভিজ্ঞতা রয়েছে তারাও প্রেমকে ভয় পান। সত্যদীপ মিশ্রার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নেটদুনিয়ায় চর্চায় পরিণত হয়েছে। নেটিজেনদের দাবি অদিতির বর্তমান প্রেমিক সিদ্ধার্থকে সতর্ক করতেই অভিজ্ঞতা সম্বলিত এই বক্তব্য দিয়েছেন সত্যদীপ। যাতে করে অদিতির বিষয়ে সতর্ক থাকতে পারেন সিদ্ধার্থ।
প্রাক্তন অভিনেতা সত্যদীপ মিশ্রা পেশায় একজন আইনজীবী। ২০১২ সালে এক সাক্ষাৎকারে জানান, অদিতি রাওকে বিয়ে করেছেন তিনি। কিন্তু ২০১৩ সালে তিনি জানান, ভেঙে গেছে তাদের এ সংসার। তবে সব জটিলতা কাটিয়ে চলতি বছরের ২৭ জানুয়ারি টিভি অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তাকে বিয়ে করেছেন সত্যদীপ। ২০২১ সালে তেলেগু ভাষার ‘মহা সমুদ্রম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন অদিতি-সিদ্ধার্থ। সেখান থেকেই মূলত তাদের প্রেমের গুঞ্জন শোনা যায়। যদিও আনুষ্ঠানিকভাবে তারা কেউই এ বিষয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য করেননি।