বার্তাকক্ষ
গেল ঈদে অনন্ত জলিল অভিনীত ‘কিল হিম’ ছবিটি ছিল বেশ আলোচিত। মোহাম্মদ ইকবাল পরিচালিত এ ছবিটি বেশ ভালো চলেছে। বিশেষ করে সিনেপ্লেক্সে অনন্ত-বর্ষা জুটির এ ছবি আরও একবার সফলতার স্বাক্ষর রেখেছে। এবার তারই ধারাবাহিকতায় আসছে অনন্ত-বর্ষার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নেত্রী, দ্য লিডার’। বেশ বড় আয়োজনে ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে। এর গল্পও গতানুগতিক ধারার বাইরের। তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এ সিনেমা।
‘নেত্রী: দ্য লিডার সিনেমাটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব। সঙ্গে রয়েছেন অনন্ত জলিল। সিনেমাটিতে অনন্ত জলিল ও বর্ষা ছাড়াও অভিনয় করেছেন বলিউডের কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত। এ ছাড়া দেখা যাবে ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াতের পাশাপাশি তুরস্কের প্রথম সারির বেশ ক’জন শিল্পীকে।
এ সিনেমা প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘নেত্রী, দ্য লিডার’ নানা চমকে পরিপূর্ণ।
এর গল্প, আমার ও বর্ষারসহ প্রতিটি চরিত্রের লুক, নির্মাণ, লোকেশন, অ্যাকশন, রোমান্স-সব কিছুতেই চমক ও নতুনত্ব পাবেন দর্শক। দর্শকরা অপেক্ষায় থাকেন আমার বড় আয়োজনের ছবির। এ ছবিটি ঠিক সেরকমই। আমি মনে করি ছবিটি দর্শকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে যাবে। বাকিটা মুক্তির পরই বোঝা যাবে। দেশপ্রেম ও রাজনৈতিক প্রেক্ষাপটে সিনেমাটি নির্মিত হচ্ছে। একজন নেত্রীর সততা ও দক্ষতার প্রেক্ষাপট সিনেমাটিতে তুলে ধরা হয়েছে।
সিনেমায় নেত্রীর ভূমিকায় অভিনয় করছেন বর্ষা। অনন্ত থাকবেন তার বডিগার্ড। ছবিটি প্রসঙ্গে বর্ষা বলেন, এ রকম গল্প কিংবা চরিত্রে আগে কাজ করা হয়নি। তাই চ্যালেঞ্জ ছিল। আমাদের সব সময়ই চেষ্টা থাকে আগের কাজটিকে ছাড়িয়ে যাওয়ার। এই ছবির ক্ষেত্রেও তাই হয়েছে। বড় আয়োজনের এ ছবিটি দর্শকদের ভালো লাগবে বলেই বিশ্বাস।
