বার্তাকক্ষ ,,আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নতুন নিরাপত্তা ফিচার নিয়ে এসেছে অডিও-ভিডিও কল ও মেসেজিং অ্যাপ ইমো। এ দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটি সম্প্রতি ‘ইউর প্রাইভেসি, ইউর কন্ট্রোল’ শীর্ষক একটি ক্যাম্পেইন চালু করে। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও সাইবার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে চালু করা হয়েছে প্রাইভেসিসংক্রান্ত বেশকিছু নতুন ফিচার।
বিভিন্ন তথ্য-উপাত্ত থেকে দেখা যায়, হ্যাকিং, ব্ল্যাকমেইলিং ও সাইবারবুলিংয়ের মতো অপরাধগুলো বাংলাদেশে নিয়মিত ঘটছে। আরো নির্দিষ্ট করে বললে, নারীদের ক্ষেত্রে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন হয়রানি বাড়ছে। সাম্প্রতিক এক গবেষণার তথ্য বলছে, নিরাপদ অনলাইন স্পেসের অভাবে দেশের শতকরা ৬৪ ভাগ নারী অনলাইনে কোনো না কোনোভাবে হয়রানি ও সহিংসতার শিকার হচ্ছে।ইমো কর্তৃপক্ষ জানিয়েছে, যোগাযোগের বিভিন্ন স্তরে সম্ভাব্য সমস্যাগুলোর সমাধানে এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ইমো নিয়ে এসেছে ‘ইউর প্রাইভেসি, ইউর কন্ট্রোল’ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের মাধ্যমে ‘টাইম মেশিন’, ‘ব্লক স্ক্রিনশট ফর কলস’ ও ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ এ তিনটি উন্নত নিরাপত্তাসংশ্লিষ্ট ফিচার যুক্ত হয়েছে ইমোতে।
ফিচারগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে যেকোনো স্তরে নিরাপত্তা বা প্রাইভেসিসংক্রান্ত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে পারবেন।
অ্যাপ কর্তৃপক্ষ বলছে, টাইম মেশিন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো সময় তাদের নির্দিষ্ট চ্যাট হিস্ট্রি মুছতে পারবেন। এছাড়া ব্লক স্ক্রিনশট ফর কলস ফিচারটি চালু করলে অন্য প্রান্তের কল রিসিভ করা ব্যক্তি স্ক্রিনশট নিতে পারবে না। ইমো ব্যবহারকারীরা এসব ফিচার ব্যবহার করে কারো সঙ্গে যোগাযোগ স্থাপনের সময় অস্বস্তিকর ও বিপজ্জনক পরিস্থিতি এড়িয়ে যেতে পারবেন। পাশাপাশি ফ্রেন্ড রিকোয়েস্ট ফিচারটি যোগাযোগ স্থাপন না হওয়া পর্যন্ত অপরিচিত বা অনাকাঙ্ক্ষিত ব্যক্তির থেকে দূরে রাখবে। ফিচারগুলো নিরাপদ ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিতে ইমোর আরঅ্যান্ডডি (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) ও প্রডাক্ট টিমের বেশ কয়েক মাসের প্রচেষ্টার ফলাফল।
এ বিষয়ে ইমো কর্তৃপক্ষের দাবি, বৈশ্বিকভাবে নেতৃস্থানীয় ইনস্ট্যান্ট কমিউনিকেশন প্লাটফর্ম হিসেবে ইমো সবসময় ব্যবহারকারীর প্রাইভেসি ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে। বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য উন্নত ফিচার ও পরিষেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। এ ধারাবাহিকতায় নারীদের জন্য ‘ইউর প্রাইভেসি, ইউর কন্ট্রোল’ ক্যাম্পেইনের মধ্য দিয়ে অনলাইন প্লাটফর্মে প্রাইভেসি-সংক্রান্ত ফিচার নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। ফিচারগুলোর সাহায্যে সাইবারস্পেসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ইমো ব্যবহারকারীদের অনলাইন অভিজ্ঞতা আরো সমৃদ্ধ হবে।মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি পেজবাইটস ইনকরপোরেশনের মালিকানাধীন ইমো একটি গ্লোবাল ইনস্ট্যান্ট কমিউনিকেশন প্লাটফর্ম। সুবিধাজনক, ইন্টারেক্টিভ ও সহজ মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা তৈরি করে দেয়ার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।
ইমো কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ফ্রি অডিও ও ভিডিও কমিউনিকেশন সার্ভিস প্রদান করে ইমো। অ্যাপটির মাধ্যমে বিশ্বব্যাপী ১৭০টিরও অধিক দেশে ৬২টি ভাষায় ২০ লক্ষাধিক ব্যবহারকারী সংযুক্ত রয়েছে।