Friday, June 9, 2023
Homeজাতীয়নাশকতা কিনা খতিয়ে দেখা হবে, নজরদারি বাড়াবে পুলিশ

নাশকতা কিনা খতিয়ে দেখা হবে, নজরদারি বাড়াবে পুলিশ

Published on

সাম্প্রতিক সংবাদ

অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ দুঃখজনক

আসন্ন সংসদ নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকরা দিন দিন তৎপর হয়ে উঠছেন। গতকাল ভোরের কাগজের...

সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

বার্তাকক্ষ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর...

ইউক্রেনে সেনা পাঠাতে পারে জোট মিত্ররা: ন্যাটোর সাবেক মহাসচিব

বার্তাকক্ষ আসন্ন সম্মেলনে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে না পারলে ন্যাটো জোটের কয়েকটি মিত্র দেশ কিয়েভকে...

জাপোরিজ্জিয়াতে রুশ অবস্থানে ‘সর্বাত্মক আক্রমণ’ শুরু করেছে ইউক্রেন?

বার্তাকক্ষ রাশিয়ার দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে ইউক্রেনের সেনাবাহিনী বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছে। সোশ্যাল মিডিয়া...

বার্তাকক্ষ
একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে রাজধানীতে। ঈদের আগ মুহূর্ত হওয়ায় এসব অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ অনেক বেশি। বারবার একই ধরনের এসব ঘটনার পেছনে কোনও নাশকতা রয়েছে কি না তা গোয়েন্দা সংস্থাকে খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে এই বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ১০ টার দিকে নিউমার্কেটে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা আপনাদের জন্য ঝুঁকি নিয়ে কাজ করছি। একের পর এক ঘটনা ঘটছে। আমি গোয়েন্দা সংস্থাকে আহ্বান করবো, কোনও নাশকতা রয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য।
তিনি আরও বলেন, নিউমার্কেটের তিন তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস, পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিমানবাহিনী, ঢাকা ওয়াসার পানিবাহিত গাড়িসহ বিজিবির সদস্যরা কাজ করছেন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য। এখানে আগুন কেন লেগেছে তা আমরা এখনও জানি না। আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। কিন্তু নির্বাপণ করতে পারিনি। জনসমাগমের জন্য আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক আরও বলেন, আমাদের প্রতিটি স্তরে যদি সবাই সচেতন থাকে তাহলে আগুন থেকে বেঁচে থাকা সম্ভব। এখানে উচ্চ ভোল্টের বাতি ব্যবহার করা হয়। সচেতন না হওয়ায় দুর্ঘটনা ঘটছে। আমরা সব মার্কেটের দোকান মালিককে আহ্বান জানাই যেন উচ্চ ভোল্টের বাতি ব্যবহার থেকে বিরত থাকেন।
রাজধানীর নিউ সুপার মার্কেটের দক্ষিণ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শনে এসে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, রাজধানীতে সম্প্রতি আগুনের ঘটনাগুলোতে কোনও নাশকতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন মার্কেটের সামনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। একইসঙ্গে মার্কেটগুলোর সামনে সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা অবস্থান করবে
শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন তিনি। পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন কমিশনার।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

বার্তাকক্ষ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর...

বাজেট পাসের আগেই নিয়ম বদল, শত শত প্রবাসীর স্বর্ণ জব্দ

বার্তাকক্ষ সৌদি প্রবাসী আব্দুল মোমেন দুটি সোনার বার নিয়ে গত ৩১ মে সৌদি আরব থেকে...

অতিরিক্ত দামে চার্জার ফ্যান বিক্রি অভিযানের খবরে পালালেন নবাবপুরের ব্যবসায়ীরা

বার্তাকক্ষ অতিরিক্ত মূল্যে চার্জার ফ্যান বিক্রির অপরাধে রাজধানীর নবাবপুরে অভিযান চালিয়ে দুই আমদানিকারক প্রতিষ্ঠানকে জরিমানা...