বার্তাকক্ষ
ঈদে না চাইতেই ৫০ হাজার টাকা সালামি পেয়েছেন মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। আর তাকে এই সালামি দিয়েছেন তার স্বামী ও সংগীতশিল্পী প্রীতম হাসান। গেল বছর অক্টোবরে এ সংগীত পরিচালকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শেহতাজ। সে হিসেবে এবারের ঈদই দু’জনের একসঙ্গে প্রথম ঈদ। তাই এই ঈদটা বেশি স্পেশাল এ তারকা দম্পতির কাছে। স্ত্রীকে মোটা অঙ্কের সালামি দিয়ে সেটা যেন বুঝিয়েও দিলেন প্রীতম। তবে শেহতাজ জানালেন ভিন্ন কথা। বিয়ের আগে নাকি আরও বেশি সালামি পেতেন তিনি প্রীতমের কাছ থেকে। শেহতাজ জানালেন, ভাবছিলাম সে এলেই আগে ঈদের সালামি চাইবো। কিন্তু অবাক করেছে প্রীতম।
না চাইতেই সালামি দিলো সে। যখন প্রেম ছিল, তখন আরও বেশি টাকা সালামি পেয়েছি। এবার সে ৫০ হাজার টাকা সালামি দিয়েছে।
তবে স্বামীর থেকে পাওয়া সালামিকে অংক দিয়ে বিচার করতে নারাজ এ অভিনেত্রী। তিনি বলেন, কতো দিয়েছে, সেটা ম্যাটার না। এটা ভালোবাসা। সে যে আমার সঙ্গে এই ভালোবাসা দেখিয়েছে, সেটাই আমার ঈদের আনন্দ।
উল্লেখ্য, পাঁচ বছর আগে ‘জাদুকর’ গানের শুটিংয়ের সময় প্রীতম-শেহতাজ একে অপরের প্রেমে পড়েন। গানটির মিউজিক ভিডিও’র মডেল ছিলেন শেহতাজ। পাঁচ বছর চুটিয়ে প্রেমের পর সেই সম্পর্ক পরিণয়ে রূপ দেন তারা গেল অক্টোবরে।
