বার্তাকক্ষ
এ বছর চলচ্চিত্রকার মৃণাল সেনের জন্মশতবার্ষিকী। কিংবদন্তি এই চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে ‘পদাতিক’ সিনেমা বানাচ্ছেন সৃজিত মুখার্জি। মৃণালের চরিত্রে তিনি নিয়েছেন চঞ্চল চৌধুরীকে। পর্দায় মৃণাল সেনের চরিত্রে আসতে যাওয়া চঞ্চল একটি ছবি পোস্ট করেছেন ফেসবুকে। সঙ্গে তিনি লিখেছেন, ছবিটা দেখে প্রথমে আমি নিজেও অবাক হয়ে যাই। এটা কি মৃণাল সেন, নাকি আমি! সত্যটা বুঝতে একটু সময় লেগেছে, সেইসঙ্গে অনেকখানি ভালোও লেগেছে।
