বার্তাকক্ষ
দুই সপ্তাহ আগে গোপনীয়তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি বন্ধ করে দেয় ইতালির নিয়ন্ত্রক সংস্থা গ্যারান্টে। সম্প্রতি তথ্য সুরক্ষা এজেন্সি বেশকিছু চাহিদা ও নীতির তালিকা প্রণয়ন করেছে। ওপেনএআই যদি সেগুলো মেনে চলে, তাহলে পুনরায় কার্যক্রম শুরু করতে পারবে। খবর রয়টার্স।
সম্প্রতি গ্যারান্টে বেশকিছু শক্তিশালী চাহিদার কথা জানিয়েছে এবং চলতি মাস শেষ হওয়ার আগেই সেগুলো পূরণে ওপেনএআইকে নির্দেশ দিয়েছে। বিবৃতিতে গ্যারান্টে জানায়, শুধু এক্ষেত্রে ইতালির অধিবাসীদের তথ্য ব্যবহারে যে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা প্রত্যাহার করা হবে। এ বিষয়ে যোগাযোগ করা হলেও ওপেনএআইয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
পশ্চিম ইউরোপীয় দেশগুলোর মধ্যে ইতালিই প্রথম চ্যাটজিপিটির কার্যক্রম বন্ধ করে দেয়। তবে এর ক্রমবর্ধমান বিকাশ বিভিন্ন দেশের আইনপ্রণেতা ও নিয়ন্ত্রকদের মনোযোগ আকর্ষণ করতে পেরেছে। অনেক বিশেষজ্ঞের অভিমত, এআইয়ের কার্যক্রম দেখভালের জন্য নিয়ম প্রণয়ন করা জরুরি। কেননা এটি দেশের নিরাপত্তা ব্যবস্থা, চাকরি ও শিক্ষা খাতে প্রভাব বিস্তারে সক্ষম ।
