Saturday, September 23, 2023
Homeঅর্থনীতিনিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ চায় বিজিএমইএ

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ চায় বিজিএমইএ

Published on

সাম্প্রতিক সংবাদ

একসঙ্গে ৯ সন্তান জন্ম দেওয়া হালিমা

প্রতিদিনের ডেস্ক একই সঙ্গে ৯টি সন্তানের জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন এক মা। মঙ্গলবার গিনেস...

তিন ফরম্যাটেই এখন শীর্ষে ভারত

প্রতিদিনের ডেস্ক অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে গেছে ভারত। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতের...

ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ নাসির

প্রতিদিনের ডেস্ক বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগের আসরে অলরাউন্ডার নাসির হোসেন ছিলেন অধিনায়ক। এবার...

ঘানায় বন্দুকধারীদের হামলায় ৯ জন নিহত

প্রতিদিনের ডেস্ক আক্রা, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক) : ঘানার উত্তরাঞ্চলীয় একটি জেলা শহরে এক...

বার্তাকক্ষ
ঢাকা: রপ্তানিকারী পোশাক কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ চেয়ে চিঠি দিয়েছে রপ্তানি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। চিঠির অনুলিপি যুগপৎ বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর দফতর ও প্রধানমন্ত্রী কার্যালয়ে দিয়েছে সংগঠনটি।রোববার (২ অক্টোবর) বিজিএমইএর সভাপতি ফারুক হাসানের সই করা ওই চিঠিতে বলা হয়, শতভাগ রপ্তানিকারী শিল্প প্রতিষ্ঠানসমূহে অগ্রাধিকারভিত্তিতে গ্যাস সরবরাহ বিষয়ে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিগণের সঙ্গে গত ১২ সেপ্টেম্বর আপনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভার মূল প্রতিপাদ্য ছিল জ্বালানি সংকট থেকে উত্তরণের উপায় বের করাদেশের শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করার লক্ষ্যে গত ১১ আগস্ট বাংলাদেশ সরকার একটি প্রজ্ঞাপন জারি করে। উক্ত প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী তৈরি পোশাক কারখানাসমূহ ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি পালন করে আসছে। বিজিএমইএ-তেও সাপ্তাহিক ১দিন ছুটির পরিবর্তে ২দিন ছুটি পালন করা হচ্ছে এবং প্রাত্যহিক কাজের সময় ১ঘণ্টা হ্রাস করা হয়েছে। এতে করে কিছুটা হলেও জ্বালানি সাশ্রয় হচ্ছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম বরাবর লিখিত ওই চিঠিতে বলা হয়, আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের চাপ কম থাকায় এবং অনিয়মিত গ্যাস সরবরাহের কারণে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।সকাল ৮টার পর থেকে গ্যাসের প্রেসার কমে জিরো পিএসআইতে নেমে আসে, আবার রাত ১১টার পর কিছুটা উন্নতি হয়। যার কারণে উৎপাদন কার্যক্রম পরিচালনায় ব্যাঘাত ঘটছে। এতে রপ্তানি আদেশ অনুযায়ী লীড টাইম মোতাবেক তৈরি পোশাক সরবরাহ করা যাচ্ছে না। ফলে তৈরি করা পণ্য এয়ার শিপমেন্ট করতে হচ্ছে, এতে করে খরচ বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিষ্ঠান ও দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।এ শিল্পটি অনেক বাধা-বিপত্তি মোকাবেলা করে আজ অত্যাধুনিক ও নিরাপদ পোশাক উৎপাদনের সবুজ কেন্দ্রে পরিণত হয়েছে।চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮২ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। এ খাতে গত ২০০৯-২০১০ অর্থ বছরে ১২.৪৯ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০২১-২০২২ অর্থ বছরে ৪২.৬১ বিলিয়ন মার্কিন ডলার অর্জন হয়।আগামী ২০৩০ সালে ১০০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্য মাত্রা নিয়ে কাজ করছে বিজিএমইএ এমন তথ্য উল্লেখ করে বলা হয়, রপ্তানি প্রবৃদ্ধির ধারাকে অব্যাহত রাখতে জরুরি ভিত্তিতে এ খাতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা আবশ্যক।এমতাবস্থায়, বর্ণিত বিষয়গুলো বিবেচনায় নিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জন অব্যাহত রাখা তথা অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে জরুরীভিত্তিতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানায় সংগঠনটি।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

এশিয়ার যেসব ধনী একের পর এক হোটেল খুলছেন সিঙ্গাপুরে

প্রতিদিনের ডেস্ক সিঙ্গাপুরের ভ্রমণ খাত ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে, আর সেই খবর বিশ্বের সবচেয়ে ধনী হোটেল...

২০৩৭ সালে ২০তম অর্থনৈতিক শক্তি হবে বাংলাদেশ: কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সেমিনারে প্রধানমন্ত্রী

প্রতিদিনের ডেস্ক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ...

ভারত থেকে আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি

প্রতিদিনের ডেস্ক ডিমের বাজার স্থিতিশীল করতে ভারত থেকে আরও ছয় কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে...