Friday, December 8, 2023
Homeখেলানেইমারকে সম্মান জানালো আল হিলাল সমর্থকরা

নেইমারকে সম্মান জানালো আল হিলাল সমর্থকরা

Published on

সাম্প্রতিক সংবাদ

কম বয়সীদের মধ্যে হৃদরোগ বাড়ার কারণ জানালেন বিশেষজ্ঞরা

প্রতিদিনের ডেস্ক বর্তমান সময়ে হৃদরোগে আক্রান্তের সংখ্যা হু হু করে বৃদ্ধি পাচ্ছে। আক্রান্তদের মধ্যে কম...

কোলেস্টেরল বেড়েছে? এড়িয়ে চলবেন যেসব খাবার

প্রতিদিনের ডেস্ক জীবনযাপনে ব্যাপক অনিয়মের কারণেই মানুষের মধ্যে বাড়ছে হৃদরোগের ঝুঁকি। বিশেষ করে উচ্চ রক্তচাপ,...

নির্বাচন নির্বিঘ্নে করতে অস্ত্র উদ্ধার জরুরি

আগামী শনিবার থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত...

গৌরবদীপ্ত বিজয়ের মাস

তাহমিনা আক্তার ২ লাখ মা-বোনের সম্ভম আর ৩০ লাখ শহীদের রক্ত রাঙা আমাদের প্রিয় স্বাধীনতা।...

প্রতিদিনের ডেস্ক
দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোটে পড়ে মাঠের বাইরে চলে গেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। এই চোট থেকে সেরে উঠতে বেশ সময় লাগবে তার। এমন দুঃসময়ে নেইমার পাশে পেয়েছেন তার ক্লাব আল হিলাল ও এর সমর্থকদের। তারা সম্মান জানানোর পাশাপাশি নেইমারের দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন। গতকাল সৌদি প্রো লিগের ম্যাচে আল খালিজকে ১-০ গোলে হারিয়েছে আল হিলাল। এই ম্যাচে নেইমারকে স্বাভাবিকভাবেই মিস করেছে দল। ম্যাচের আগে সমর্থক এবং সতীর্থরা তার সম্মানে দাঁড়িয়ে যান। মাঠে নেইমারের ছবি সম্বলিত বিশাল এক ব্যানার নিয়ে মাঠে এসেছিল হিলাল সমর্থকরা। ব্যানারে লেখা ছিল ‘শক্তিশালী হয়ে ফিরে আসো’। নেইমারের এবারের চোট বেশ গুরুতর। লিগামেন্ট ছিঁড়ে গেছে ব্রাজিলিয়ান তারকার। তাতে আগামী কোপা আমেরিকায় তার খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নেইমার নিজেই নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বিষয়টি জানান তিনি। এই ইনজুরির ফলে আবারও অস্ত্রোপচারের টেবিলে যেতে হচ্ছে নেইমারকে। আর এবার অস্ত্রোপচার করানোর পর পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে ৭ থেকে ৮ মাস। ফলে আগামী বছর কোপা আমেরিকায় নেইমারের অংশগ্রহণ শঙ্কার মুখে। কেননা, ঠিক ৮ মাস পর আগামী ২০ জুন শুরু হবে কোপার আসর। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার লিখেছেন, ‘এটা খুবই বেদনার মুহূর্ত। আমি জানি আমি শক্তিশালী। কিন্তু এবার পরিবার এবং বন্ধুদের বড্ড প্রয়োজন। চোট ও অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাওয়া সহজ নয়। একবার ভাবুন, সেরে উঠতে ৪ মাস সময় লাগার পর আবার ইনজুরি।’ তবে নিজের ওপর বিশ্বাস আছে এবং আবার ফিরে আসবেন জানিয়ে নেইমার আরও লিখেন, ‘তবে আমার বিশ্বাস আছে। সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিচ্ছি, যাতে তিনি আমাকে নতুন জীবন দান করতে পারেন। আমাকে সমর্থন জানিয়ে এবং সুস্থতা কামনায় বার্তা পাঠানোয় সবাইকে ধন্যবাদ।’ এর আগে সর্বশেষ গত ফেব্রুয়ারিতে চোটে পড়েছিলে নেইমার। সে সময় তিনি ছিলেন পিএসজির খেলোয়াড়। অ্যাঙ্কেলের সেই চোট থেকে সেরে উঠে ৭ মাস পর গত সেপ্টেম্বরে মাঠে ফিরেছিলেন এই ফরোয়ার্ড। কিন্তু কয়েক ম্যাচ খেলতে না খেলতেই আবার লম্বা সময়ের জন্য ছিটকে যেতে হলো।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

বৃষ্টিতে ভেসে গেলো ঢাকা টেস্টের দ্বিতীয় দিন

প্রতিদিনের ডেস্ক ঢাকা টেস্টের প্রথম দিনে মাথায় মেঘ নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড। তবে সেদিন...

সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল ইংল্যান্ড

প্রতিদিনের ডেস্ক আগামী বছরের শুরুতে মাঠে গড়াবে আসন্ন অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত...

স্কালোনির দল ছাড়তে চাওয়ার কারণ মেসি!

প্রতিদিনের ডেস্ক লিওনেল স্কালোনি এবং লিওনেল মেসি। দুই লিওর যুগলবন্দী যেন আর্জেন্টিনার ফুটবলে বয়ে এনেছিল...