প্রতিদিনের ডেস্ক
গাজায় ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের পরিবারের সদস্যরা মঙ্গলবার রাজধানী তেলআবিব থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জেরুজালেমের বাড়ি অভিমুখে পাঁচ দিনের পদযাত্রা শুরু করেছে। জিম্মিদের মুক্ত করতে ইসরায়েল সরকারের আরও বেশিকিছু করার দাবিতে এ বিক্ষোভ পদযাত্রায় নেমেছে তারা। গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ঢুকে হামাসের নজিরবিহীন হামলায় ১ জাজার ৪০০’র বেশি মানুষ নিহত এবং হামাস যোদ্ধারা প্রায় ২৪০ জনকে ধরে গাজায় নিয়ে গিয়ে জিম্মি করে। জিম্মিদের বয়স ৯ থেকে ৮৫ বছরের মধ্যে। তাদেরকে গাজায় সুড়ঙ্গগুলোর মধ্যে আটকে রাখা হয়েছে বলে ধারণা করা হয়। হামাসকে নিশ্চিহ্ন করার প্রত্যয় নিয়ে গাজার অনেক ভেতরে ঢুকে ইসরায়েলের সামরিক বাহিনী অভিযান চালিয়ে আসলেও জিম্মিদের মুক্ত করতে ইসরায়েল সরকার আরও বেশিকিছু করছে না বলে ওই জিম্মিদের স্বজনদের কাছ থেকে সমালোচনার শিকার হচ্ছেন নেতানিয়াহু।
