বার্তাকক্ষ
নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন জামিল হোসেন ও জেবা জান্নাত। নাটকের নাম ‘নোয়াখালীতে ফরেন বউ’। এটি পরিচালনা করেছেন মহিন খান। নোয়াখালীতে ফরেন বউয়ের আগমন ও নানা মজার ঘটনা নিয়েই এই নাটকের গল্প গড়ে উঠেছে। গতকাল গোল্লাছুট এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত হয়েছে।
