মণিরামপুর প্রতিনিধি
আওয়ামী লীগের টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে গণসংযোগের করছেন দলের মনোনয়ন প্রত্যাশী এস এম ইয়াকুব আলী। তিনি কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি।
বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যশোর-৫ মণিরামপুর নির্বাচনী এলাকার কৃষ্ণবাটি, খালিয়া মাদ্রাসা, খালিয়া স্কুল ও নিমতলা মোড় এলাকায় নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শরিফুল ইসলাম, মাহাবুর রহমান যুবলীগ নেতা খলিলুর রহমান, লুৎফর রহমান সারাফাত হোসেন,নূরনবী তরুণ বাবু, কৃষক লীগ নেতা শাকিল রানা, শ্রমিক লীগ নেতা ফরিদ আহমেদ, ইমন হোসেন, ছাত্রলীগের রাকিবুল হাসান, সৈকত, হুমায়ুন রাজুু, সুমন, সালাম, ইলিরাজ, অনুপম ঘোষ, সৌরভ কুমার প্রমুখ।
