বার্তাকক্ষ
আইপিএলে ব্যস্ত ওয়াসিম জাফর। এ ভারতীয় ব্যাটিং কোচ পাঞ্জাব কিংসের হয়ে কোচিং করাচ্ছেন। তাই পাকিস্তান যুব দলের বিপক্ষে সিরিজে বাংলাদেশ যুব দলের হয়ে কাজ করতে পারবেন না তিনি। ওই সময়ের জন্য বাংলাদেশ যুব দলের প্রধান প্রশিক্ষক স্টুয়ার্ট ল‘র প্রধান সহকারি হিসেবে কাজ করবেন আরেক অস্ট্রেলিয়ান ইয়ান হার্ভি।
এ সাবেক অসি ক্রিকেটারকে ওয়াসিম জাফরের জায়গায় এক মাসের জন্য নিয়োগ দিয়েছে বিসিবি। বোর্ডের গেম ডেভোলপমেন্ট সূত্র এ খবর দিয়েছে।
প্রসঙ্গতঃ একটি ৪ দিনের ও ৫টি একদিনের ম্যাচ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান যুব ক্রিকেট দল।
আগামী ২৬ এপ্রিল ঢাকা এসে পৌঁছাবে পকিস্তানি যুবারা। ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র ৪ দিনের ম্যাচ।
এরপর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে অনুষ্ঠিত হবে দুটি ভেন্যুতে। প্রথম দুটি (৬ ও ৮ মে) হবে চট্টগ্রামে। শেষ একদিনের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে (১১, ১৩ ও ১৫ মে) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে।
