Sunday, December 3, 2023
Homeঅর্থনীতিপতনে বিমা, বাড়লো সূচক-লেনদেন

পতনে বিমা, বাড়লো সূচক-লেনদেন

Published on

সাম্প্রতিক সংবাদ

গৌরবদীপ্ত বিজয়ের মাস

জিনিয়া রাজিন আজ ডিসেম্বরের ৩ তারিখ। একাত্তরের এই দিনে একদিকে যেমন বাংলার বুকে এগিয়ে চলছিল...

ভোটের আগে ও পরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন

জাতীয় সংসদ নির্বাচন সামনে এলেই ভয়-আতঙ্কে ভুগতে থাকে সংখ্যালঘু সম্প্রদায়। এ ভয়ভীতি, উদ্বেগ-উৎকণ্ঠা মোটেই...

শরিকদের বেকায়দায় ফেলে এগোচ্ছে আওয়ামী লীগ!

প্রতিদিনের ডেস্ক বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি করে ভোটে অংশ নিয়েছিল আওয়ামী লীগের...

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ: দুই মোটরসাইকেল আরোহী আহত

প্রতিদিনের ডেস্ক রাজধানীর ফার্মগেটে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জন আহত হয়েছেন।...

প্রতিদিনের ডেস্ক॥ এক কার্যদিবস দাম বাড়ার পর বুধবার দেশের শেয়ারবাজারে আবার বিমা কোম্পানির শেয়ার দাম পতন হয়েছে। সিংহভাগ বিমা কোম্পানির শেয়ার দাম কমায় দরপতনের তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। তবে এরপরও বেড়েছে মূল্যসূচক। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। ডিএসইতে লেনদেন বেড়ে ছয়শো কোটি টাকা ছাড়িয়ে গেছে। আর সিএসইতে লেনদেন বেড়ে প্রায় তিনগুণ হয়েছে।
এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় প্রায় সবকটি বিমা কোম্পানির শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। তবে লেনদেনের শেষ দিকে এসে সিংহভাগ বিমা কোম্পানির শেয়ার দাম কমে যায়। যার নেতিবাচক প্রভাব পড়ে অন্য খাতেও। ফলে দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম কমার তালিকায় বেশি সংখ্যক প্রতিষ্ঠান নাম লেখায়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৭৯টির। আর ১৫২টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকায় বিমা কোম্পানি রয়েছে মাত্র ৮টি। আর দাম কামার তালিকায় বিমা কোম্পানি আছে ৩৭টি।
বেশিরভাগ বিমা কোম্পানির শেয়ার দাম কমার পরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫৮ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে ২ হাজার ১২০ পয়েন্টে অবস্থান করছে।
সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেন বেড়ে প্রায় সাড়ে ছয়শো কোটি টাকা হয়ে গেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৬৪৫ কোটি টাকা। আগের দিন লেনদেন হয় ৩৪০ কোটি ৪৮ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৩০৪ কোটি ৫২ লাখ টাকা।
লেনদেন বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দেশবন্ধু পলিমারের শেয়ার। কোম্পানিটির ২০ কোটি ৪৫ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা জেমিনি সি ফুডের ১৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, এমারেল্ড অয়েল, প্যাসেফিক ডেনিমস, বিডি থাই অ্যালুমেনিয়াম, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং ইয়াকিং পলিমার।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩১ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেওয়া ১৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৬টির এবং ৫৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৮ কোটি ৫০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় সাত কোটি ২৩ লাখ টাকা।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

বিদেশি ফলের দাম কমলেও বাড়েনি বিক্রি

প্রতিদিনের ডেস্ক শীতকাল আসায় রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছে বিভিন্ন বিদেশি ফলের দাম। মৌসুমি দেশি...

আর এন স্পিনিংয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

প্রতিদিনের ডেস্ক নতুন নামে আসছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর. এন. স্পিনিং মিলস লিমিটেড।...

বাংলাদেশ প্রবাসী অ্যাওয়ার্ড চালু করল ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশন

প্রতিদিনের ডেস্ক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজি প্রবাসী বাংলাদেশিদের অবদানের স্বীকৃতি প্রদানে ‘বাংলাদেশ প্রবাসী অ্যাওয়ার্ড’ চালু...