বার্তাকক্ষ
জ্বরে আক্রান্ত হয়ে ৩ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে জানান তার গায়ে খুব জ্বর। জ্বর না কমায় হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। কিন্তু হাসপাতালে গিয়ে সমস্যা হয় অন্য। কারণ তার ৯ মাসের একমাত্র ছেলে রাজ্য মাকে ছাড়া এক মিনিটও থাকতে পারে না। যার কারণে ছেলেকেও নিয়ে আসতে হয় হাসপাতালে। কিন্তু মায়ের হাতে ক্যানোলা দেখে কান্না শুরু করে রাজ্য। টানা ৮ ঘণ্টা কান্না করলেও থামাতে পারেনি কেউ। ছেলের কান্না সহ্য করতে পারেননি পরীমনিও। এমনই অন্য অভিজ্ঞতা তার প্রথম।
তাই তিনি লিখলেন, গত ৮ ঘণ্টার মাথায় রাজ্যের কান্নার জন্য আমার ক্যানোলা খুলে দেয়া হয়। এখন বাটারফ্লাই দিয়ে আমাকে অ্যান্টিবায়োটিক দেয়া হয়। সেখানে এই ছোট্ট একটা ব্যান্ডেজও সে রাখতে দেবে না। সকালে ডক্টর রুমে ঢোকার সঙ্গে সঙ্গে রাজ্য আমার গলা শক্ত করে জড়িয়ে ধরে। থার্মোমিটারটা পর্যন্ত ওর সামনে বের করতে পারে না কেউ। আর কী লিখবো! গলাটা ধরে এলো কান্নায়।
