আব্দুর রাজ্জাক বুলি, পাইকগাছা
পাইকগাছায় জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর গ্রাহকদের কোটি টাকা তছরুপ-আত্মসাৎ এর অভিযোগে ভুক্তভোগীরা বিক্ষেোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ সমস্ত গরীর মানুষ তাদের আমানতকৃট টাকা পেরৎ পেতে উপজেলা পরিষদ চত্বরে জড়ো হয়ে ইউএনও’র হস্তক্ষেপ কামনা করেন। নানা ভুক্তভোগীরা জানান,সমিতি’র মালিক-কর্মচারী ৬ মাস ধরে হয়রানী করছেন। এদের মধ্যে বৃদ্ধ-বৃদ্ধা,ভিক্ষুক, প্রতিবন্ধী নারী-পুরুষ রয়েছেন। উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ চেয়ে ভিলেজ পাইকগাছার বাসিন্দা লাশকাটা মতিন জানান, বইয়ের মেয়াদ শেষ হবার পরেও,সমিতি’ কোন টাকা দিতে পারছে না, যার ফলে টাকার অভাবে তিনি মেয়ের বিবাহ দিতে পারছেন না। মতিন সহ উপস্থিত সমিতি সদস্যরা বলেন, জোনাকি সমবায় সমিতি লিঃএর মালিক কাউন্সিলর আলাউদ্দীন গাজী, মোহাম্মদ আলী গং ও সমিতি আদায়কারী কবিতা রানী দাশ ও সালমা সমিতির হিসাব-নিকাশ নিয়ে একাধিক বসাবসি করলেও কোন সমাধান মেলেনি। মালিক কর্মচারীরা টাকার হিসাব নিয়ে পরস্পরকে দোষারোপ করছেন। যার ফলে দীর্ঘদিন গ্রাহকদের আমানতে’র টাকা পাচ্ছেনা। এতে স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়েছে এমনকি অনেকের সংসার ভাঙার পথে এমন মন্তব্য করেছেন ভুক্তভোগীরা। পরিস্থিতির এক পর্যায়ে উপজেলা পরিষদের মাঠে শত-শত মানুষের বিক্ষোভ দেখে উপজেলা নির্বাহী অফিসার ও দু’ভাইস চেয়ারম্যান এগিয়ে আসেন। এ সময় ভুক্তভোগীরা কান্নায় ভেঙে পড়ে টাকার দাবিতে সোচ্চার হন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন ভুক্তভোগী গরীবের টাকা আদায়ের ব্যাপারে সর্বোচ্চ ভূমিকা রাখার কথা বলেন। জনপ্রতিনিধি বা মালিক যেই হোক কেউ আইনের উর্ধে নয়। তিনি তদন্ত করে টাকা আদায়ের চেষ্টা করার আশ্বাস প্রদান করেন। এ সময উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী বিক্ষুব্ধ ভুক্তভোগীদের বুঝিয়ে স্ব-স্ব বাড়িতে পাঠিয়ে দেন।
পাইকগাছায় জোনাকি সমিতির আমানতের কোটি টাকা ফেরৎ পেতে ইউএনওর হস্তক্ষেপ কামনা
Published on
