আব্দুর রাজ্জাক বুলি, পাইকগাছা
পাইকগাছায় বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানার ৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের ছমির উদ্দীন শেখের ছেলে ফসিয়ার রহমান শেখ(৫০), হরিঢালী ইউনিয়নের অমল দ্ত্তর ছেলে পরেশ দত্ত(৪০), রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়ার দেবপ্রসাদ দেবনাথের ছেলে সজ্ঞয় দেব নাথ(৪৫), লতা ইউনিয়নের উপেন্দ্র নাথে রায়ের ছেলে পঙ্কজ রায়(৩৭), ইমদাদুল হক গাইনের ছেলে মিনারুল ইসলাম গাইন(৫২) লতিফ সরদারেরর ছেলে রাফায়েল সরদার(৩৮), ইয়াসিন আলী সরদারের ছেলে ওবাইদুল সরদার(৩৮) ও হাবিবউল্লাহ সরদার(৪০)। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, পাইকগাছার বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রেফতারী পরোয়ানার আসামিদের গ্রেফতার করে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছায় বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানার ৮ আসামি গ্রেফতার
Published on
