পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কের কাজ বন্ধ: বেড়েছে দুর্ভোগ

0
7

পাইকগাছা সংবাদদাতা
খুলনা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কের কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় জন দুর্ভোগ বেড়েছে। পাইকগাছা পৌরসভা প্রাণ কেন্দ্রে ৫০ শর্যার উপজেলা স্বাস্থ কমপ্লেক্স। কালিবাড়ী মন্দির থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে হয়ে ওয়াপদা রাস্তা পর্যন্ত এক কিলোমিটার সড়কটি দীর্ঘ ৪-৫ বছর পিচ ও খোয়া উঠে এবড়ো থেবড়ো হয়ে পড়ে। উপজেলার ১০ ইউনিয়ন ১টি পৌরসভাসহ পার্শ্ববর্তী উপজেলা আশাশুনি,তালা ও দাকোপ থেকে রোগীদের স্বাস্ব্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসতে পোহাতে হয়েছে অনেক দুর্ভোগ। গত বছরের শেষের দিকে ঠিকাদার প্রতিষ্ঠান সাতক্ষীরার জে এন্ড জে ইন্টারন্যাশনাল সংস্কার কাজটি শুরু করে । কিন্তু সংস্কারের নামে রাস্তা খুড়ে যে অবস্থায় রাখা হয়েছে এর থেকে পুর্বে আরও ভাল ছিল। এমন কথা জানিয়েছেন স্থানীয় ওষুধ দোকানদার নুরুল ইসলামসহ অন্যান্যরা । রাস্তাটি খুড়ে পুরাতন ইট খোয়া করে ব্যবহার করায় ইটের ধুলা বালিতে পরিবেশ মারাত্মক নষ্ট হচ্ছে। জটিল সমাস্যায় পড়েছে স্থানীয় দোকানীরা। এব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান বলেন, রাস্তা সংস্কারের টেন্ডারের পর ৯ অক্টোবর২০২২ কার্যাদেশ পেয়ে কাজ শুরু করেন।৬ জানুয়ারীর ২০২৩ মধ্যে কাজ শেষ করার কথা। যার বরাদ্দ ৪৯ লাখ ৯৫টাকা। কিছুদিন কাজ করে চলে প্রতিষ্ঠান টি চলে গেছে। চিঠি দেওয়া হয়েছে। রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ।