ফুলবাড়ীগেট প্রতিনিধি :
পাওনা টাকা ফেরত চাওয়ায় খুলনার ফুলতলায় খলিলুর রহমান খান নামে এক ব্যবসায়ীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। অভিযোগ উঠেছে, তার ব্যবসায়ের অংশীদার নিশাদ আক্তার তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। এ ব্যাপারে খলিলুর রহমান খান ফুলতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ডিজিতে বলা হয়েছে, যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের নিশাদ আক্তারের সাথে ফুলতলার দামোদর গ্রামের খলিলুর রহমান খান অংশীদারি ব্যবসা করেন। তারা নিউ হিমালয় সতেজ ব্রান্ডের আর এন ট্রেড ইন্টারন্যাশনাল নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান (লাইসেন্স নং- কে-৩১৩২) অংশীদারি রেজিস্ট্রি চুক্তিনামা সম্পাদন করেন। সে অনুযায়ী নওয়াপাড়া বাজারে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা এবং ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখায় হিমালয় ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি হিসাব খোলা হয়। এরমধ্যে এদিকে গত ২৯ আগস্ট খলিলুর রহমান তার ব্যবসায়িক পাওনা ১৮ লাখ টাকা চাইলে নিশাদ আক্তার তাকে মেরে ফেলার হুমকি দেয়।
এ ব্যাপারে নিশাদ আক্তার তার ব্যবসায়িক অংশীদার খলিলুর রহমান খানকে মেরে ফেলার হুমকীর বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, লেনদেনের বিষয়টি আলাপ আলোচনার মাধ্যমে মীমাংশা করা হবে।
তদন্তকারী কর্মকর্তা ফুলতলা থানার এসআই সুপ্রভাত কুমার বিশ^াস বলেন, জিডির তদন্তের জন্য খুলনার আদালতে আজ (রোববার) শুনানি হবে। আদালতের নির্দেশনা পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।