দেবহাটা প্রতিনিধি
দূর থেকে মনে হচ্ছে ইট, বালু, সিমেন্ট দিয়ে তৈরি একটা মন্দির। কিন্তু আসলে সেটি নয়। এটিপিূজা মন্ণ্ডবের ব্যতিক্রমী এক গেট। যা স্প্রিড, টাইগার ও ক্লেমনের প্লাস্টিক খালি পট দিয়ে তৈরি। যা দেখে সবার মন কাড়ছে। সেই সাথে পূজার প্রথম দিনেই মানুষের পদাচাড়নায় মূখর হচ্ছে পারুলিয়া দাশ পাড়া দুর্গা মন্দির। সরেজমিনে গিয়ে দেখা যায়, দেবহাটা উপজেলার পারুলিয়া দাস পাড়াতে ভারতের কেদারনাথ মন্দিরের আদলে করা হয়েছে প্লাস্টিক পানীয় পণ্য সামগ্রীর বোতলের তৈরি গেট। মনে হচ্ছে ভারত থেকে যেন ওই মন্দির ৫ দিনের জন্য পারুলিয়া দাসপাড়াতে অবস্থান করানো হয়েছে। ভারতের কেদারনাথ মন্দিরকে ঘিরে সব কিছুই ওখানে করা হয়েছে। যা দেখে সবার মন কেড়েছে। পূজা কমিটি জানায়, পূজা কমিটির নিজস্ব মতামতের মধ্য দিয়ে প্রতিবছরের ন্যায় এবছরও ব্যতিক্রম কিছু উপহার দেওয়ার জন্য তাদের এই ব্যতিক্রম উদ্যোগ। এই গেটটি মূলত ভারতের কেদারনাথ মন্দিরের আদলে করা হয়েছে। এই গেটের সারজাম হিসাবে লেগেছে এক লক্ষ বেশি স্প্রিড, টাইগার, ক্লেমনের বোতল। এই ব্যতিক্রম গেট তৈরিতে খরচ বাবদ হয়েছে প্রায় ২ লক্ষ টাকা এবং ৪১ জনের পরিশ্রমের ফসল এবং তাদের ধারনা এই ব্যতিক্রমী গেট আগে কোথাও দেখা যায়নি।
