Thursday, September 28, 2023
Homeআজকের পত্রিকাপিচ উঠে পাকা সড়ক হয়েছে কাঁচা সড়ক

পিচ উঠে পাকা সড়ক হয়েছে কাঁচা সড়ক

Published on

সাম্প্রতিক সংবাদ

একাদশে ভর্তিতে বাড়তি ফি নেয়া বন্ধ

রাজধানীসহ দেশের বিভিন্ন কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সময় বাড়তি ফি আদায়ের নৈরাজ্য দেখা যায়।...

ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

মো. মহিউদ্দীন, ঝিনাইদহ “তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঝিনাইদহে আন্তর্জাতিক...

বটিয়াঘাটায় দুষ্কৃতিকারী কর্তৃক আমন ধানের ফসল নষ্ট

বটিয়াঘাটা প্রতিনিধি বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গজালিয়া মৌজায় কৃষকের জমিতে অনধিকার প্রবেশ করে প্রায় ৪বিঘা...

শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে সরকার বদ্ধ পরিকর : এমপি রণজিৎ

শান্ত দেবনাথ, বাঘারপাড়া যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায় বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের...

ডুমুরিয়া সংবাদদাতা :
খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়নের ছোঁয়া লাগলেও অবহেলায় পড়ে আছে আরাজি সাজিয়াড়া-গুটুদিয়া সড়কটি। গত চার বছর ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে সংস্কার কাজ না হওয়ায় তা এখন মানুষের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাজিয়াড়া মাদ্রাসা সড়ক নামে পরিচিত ‘আরাজি সাজিয়াড়া-গুটুদিয়া’ সড়কটি ডুমুরিয়া প্রশাসন ও থানার সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান পথ। উপজেলা প্রশাসন বেশ আগে ওই সড়কটি পিচ দিয়ে পাকা করে। কিন্তু সামান্য বৃষ্টিতেই সড়কটি পানিতে তলিয়ে নষ্ট হয়ে যায়। সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয় গর্ত। দীর্ঘদিন সংস্কার কাজ না হওয়ায় তা চলাচলের অনুপযোগী হয়ে উঠে। স্থানীয়রা আরও জানান, খুলনা-সাতক্ষীরা সড়কে ডুমুরিয়া বাসস্ট্যান্ড মোড় (আরাজি সাজিয়াড়া) থেকে ডুমুরিয়া যুব সংঘ ফুটবল মাঠের উত্তরপাশ পর্যন্ত তিনশ’ মিটার সড়কের দুই পাশে পানি সরার ব্যবস্থা নেই। ফলে এ অংশে খুব দ্রুতই পিচ উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়। ২০১৯ সালে ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওই স্থানে ড্রেন নির্মাণের জন্য মাটি খনন করান। কিন্তু সেখানে এখনও কোনও ড্রেন হয়নি। বরং খননের আগে রাস্তা যেটুকু ছিলও, ইতোমধ্যে তাও ভেঙে মরণফাঁদে পরিণত হয়েছে। সাবেক ইউপি মেম্বার সরদার জাহাঙ্গীর কবির বলেন, ২০১৯ সালে চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু ওই রাস্তার বিশ্বাস বাড়ি মোড় থেকে ফুটবল খেলার মাঠ পর্যন্ত ড্রেন করার জন্য মাটি খনন করান। কিন্তু আজও ড্রেন তৈরি হয়নি। এ কারণে পিচের রাস্তা ভাঙতে ভাঙতে ড্রেনের সঙ্গে একাকার হয়ে গেছে। ওই সড়কে চলাচলকারী ব্যবসায়ী সঞ্জয় রায় বলেন, একটু বৃষ্টি হলেই সড়ক দিয়ে চলাচল অসম্ভব হয়ে ওঠে। সড়কের পাশের মডেল সরকারি পাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল আলম বলেন, একটু বৃষ্টি হলেই সড়কের পানি জমে যাওয়ায় শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে স্কুলে আসতে পারে না। তাছাড়া যানবাহন চলাচলের ক্ষেত্রেও বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়। সাজিয়াড়া মাদ্রাসার সিনিয়র মোহাদ্দিস আবদুর রহমান বলেন, ডুমুরিয়া ভ্যানস্ট্যান্ড মোড় থেকে শুরু করে মডেল স্কুল হয়ে পালপাড়ার মোড় ও মাদ্রাসা পর্যন্ত পানি নামার কোনও ব্যবস্থা নেই। এতে পানি জমে সড়কে গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষার্থীসহ অসংখ্য যানবাহন চলাচলকারীদের মারাত্মক সমস্যা পোহাতে হচ্ছে। ডুমুরিয়া সদরের ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু বলেন, সংসদ সদস্যের পরামর্শে ওই সড়কের পানি সরাতে ড্রেন তৈরির জন্য মাটি খনন করিয়েছিলাম। কিন্তু পরে টাকার জোগান পাইনি। আমাদের আশা ছিল, সড়কের জন্য সংসদ সদস্য এইটুকু কাজ করবেন। আর ওখানে ঢালাই রাস্তা ছাড়া কোনও বিকল্প নেই। কিন্তু আমাদের পরিষদের ওতো বরাদ্দ নেই। ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, সড়কটির জন্য আমার দফতর থেকে প্রাক্কলন তৈরি করে গত ২২ সেপ্টেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কাছে এক কোটি ৩৬ লাখ টাকার বরাদ্দ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। অনুমোদন হলেই কাজ শুরু হবে। সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ডুমুরিয়া-ফুলতলা থেকে নির্বাচিত সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ বলেন, প্রকৌশল অধিদফতরের ফান্ডের জন্য চেষ্টা চলছে। আর ওই সড়কটি আরও মজবুত ও প্রশস্ত করে বানানোর পরিকল্পনা রয়েছে। আর পানি নিষ্কাশনের জন্য এবার একটা ফান্ডও পাওয়া গেছে। আশা করছি, খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করা যাবে।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

নড়াইল পৌরসভায় সাড়ে ৩ কোটি টাকার ‘দুর্নীতি’

নড়াইল সংবাদদাতা : নড়াইল পৌরসভার মেয়র, সচিব, প্রধান সহকারীসহ কয়েকজনের বিরুদ্ধে সাড়ে তিন কোটি টাকা...

মোল্লাহাটে ইদুর মারা ঔষধ খেয়ে শিশু নিহত

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের মোল্লাহাটে বাগানে ফেলে রাখা ইদুর মারার বিষ মিশ্রিত চালভাজা খেয়ে আসমা...

যশোর এম এম কলেজে অর্থনীতি বিভাগের সেমিনার

নিজস্ব প্রতিবেদক : যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অর্থনীতি বিভাগে বৃহস্পতিবার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের...