পিস্তলসহ গ্রেফতার ১

0
8

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার বৈকারি এলাকা থেকে দেশি প্রযুক্তিতে তৈরি পিস্তলসহ বাপ্পী গাজী ওরফে আব্দুল্লাহ (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ মার্চ) দুপুরে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান এতথ্য জানান। গ্রেফতার হওয়া বাপ্পী গাজী একই এলাকার ওয়াজেদ আলী গাজীর ছেলে। ওসি আবু জিহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে বৈকারি এলাকায় অভিযান চালানো হয়। এসময় বাপ্পী গাজীকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দেশি প্রযুক্তিতে তৈরি একটি পিস্তল জব্দ করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।