পুনর্বাসন প্রক্রিয়া শুরু পান্তের

0
9

বার্তাকক্ষ
ভক্তদের সুখবর দিলেন ভারতের ক্রিকেটার রিশাভ পান্ত। মৃতু‌্যকে খুব কাছ থেকে দেখে ফেরা পান্ত শুরু করেছেন পুনর্বাসন প্রক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ‌্যমে পান্ত একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, সুইমিংপুলে পান্ত জোর খাটিয়ে হাঁটছেন। পানির নিচের এভাবে জোর খাটিয়ে হাঁটলে শরীরে বাড়তি শক্তির সঞ্চালন হয়। রক্তের প্রবাহ বেড়ে যায়। ভিডিওর পোস্টে ক‌্যাপশন দিয়েছেন,‘ছোট জিনিস, বড় জিনিস এবং এর মধ্যে সবকিছুর জন্য কৃতজ্ঞ।’ গত ৩০ ডিসেম্বর দিল্লি থেকে বাড়ি ফেরার পথে উত্তরখন্ডের রুকরিতে গাড়ি দুর্ঘটনার শিকার হন পান্ত। দুর্ঘটনার সময় উইকেট রক্ষক ব‌্যাটসম‌্যান নিজেই গাড়ি চালাচ্ছিলেন। একটা সময় ঘুমিয়ে পড়তে গিয়ে দুর্ঘটনায় পড়েন। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়, রাস্তায় গর্ত এড়াতে গিয়ে ডিভাইডারে ধাক্কা লাগে পান্তের মার্সিডিজের। কিছুক্ষণ পরই তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনার মুহূর্তে ভাগ্যিস জ্ঞান হারাননি। গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে সময়মতো বের হন এবং মারাত্মক দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচান।