Friday, June 9, 2023
Homeজাতীয়‘পুলিশের প্রশিক্ষণে দক্ষতা বাড়াবে ইন্টারপা সম্মেলন’

‘পুলিশের প্রশিক্ষণে দক্ষতা বাড়াবে ইন্টারপা সম্মেলন’

Published on

সাম্প্রতিক সংবাদ

অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ দুঃখজনক

আসন্ন সংসদ নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকরা দিন দিন তৎপর হয়ে উঠছেন। গতকাল ভোরের কাগজের...

সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

বার্তাকক্ষ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর...

ইউক্রেনে সেনা পাঠাতে পারে জোট মিত্ররা: ন্যাটোর সাবেক মহাসচিব

বার্তাকক্ষ আসন্ন সম্মেলনে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে না পারলে ন্যাটো জোটের কয়েকটি মিত্র দেশ কিয়েভকে...

জাপোরিজ্জিয়াতে রুশ অবস্থানে ‘সর্বাত্মক আক্রমণ’ শুরু করেছে ইউক্রেন?

বার্তাকক্ষ রাশিয়ার দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে ইউক্রেনের সেনাবাহিনী বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছে। সোশ্যাল মিডিয়া...

বার্তাকক্ষ
বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পুলিশ একাডেমিস- ইন্টারপা সম্মেলন পুলিশের দক্ষতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক। শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী ১১তম ইন্টারপা সম্মেলন প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
পুলিশ স্টাফ কলেজের রেক্টর বলেন, ‘বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে গঠিত সংগঠন ইন্টারপা’র ১১তম সম্মেলনটি এবছর কাজাখস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সেখানে করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে ইন্টার পার সদর দফতর তুরস্ক থেকে বাংলাদেশে এটি আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়। বাংলাদেশ প্রস্তাব গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহায়তায় সবকিছু সম্পন্ন করে ১১তম ইন্টারপা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বছর এ সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে, তার পরবর্তী বছর হবে সৌদি আরবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিজিটালাইজেশন অব পুলিশিং’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হওয়া ইন্টারপা সম্মেলনে এ বছর বাংলাদেশ সহ ৪৫টি দেশের ১২৭ জন প্রতিনিধি অংশ নেবেন। ৫৯টি দেশের ৭৬টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ইন্টারপার সদস্য। ইন্টারপা অগ্রিম তিন বছরের পরিকল্পনা ঠিক করে রাখে।
আইজিপি খন্দকার গোলাম ফারুক বলেন, ‘বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে থাকা পুলিশ সুপার পদমর্যাদা থেকে মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তারা এই সম্মেলনে উপস্থিত থাকবেন। এই সম্মেলনের ফলে বিভিন্ন দেশের পুলিশিং ব্যবস্থা সম্পর্কে আমরা জানতে পারবো। সেই সাথে বিভিন্ন দেশের পুলিশিং ব্যবস্থার বিষয়গুলো সম্পর্কে অবগত হতে পারবো। সরাসরি অংশগ্রহণের কারনে অনেক ধরনের অজানা বিষয় সম্পর্কে জানা সম্ভব হবে।’বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশের ডিজিটালাইজেশন এবং সাইবার সিকিউরিটি সক্ষমতা আগের চেয়ে বেড়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এ ধরনের সম্মেলন এবং প্রশিক্ষণের বিষয়ে পুলিশ সদস্যদের আরো দক্ষ হয়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়। প্রশিক্ষণের বিভিন্ন বিষয় কাজে লাগিয়ে পুলিশ সদস্যদের কর্মকাণ্ডে দক্ষতা বাড়াতে কাজ করবে।
এক প্রশ্নের জবাবে খন্দকার গোলাম ফারুক বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। পুলিশের সক্ষমতা ও দেশ সম্পর্কে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রধানদের আমরা অবগত করতে পারবো। বিভিন্ন দেশের পুলিশিং ব্যবস্থা কেমন তাদের কাছ থেকে ধারণা নিতে পারবো, তাদের অবস্থান সম্পর্কে জানতে পারবো এবং তারাও আমাদের সক্ষমতা সম্পর্কে জানতে পারবে।
ইন্টারপা’র নির্বাচন তিন বছর পর পর অনুষ্ঠিত হয়। এ বছর বাংলাদেশ অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে বাংলাদেশ সহ-সভাপতি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবে। এছাড়া সম্মেলনে ১৩টি পেপার বুক প্রেজেন্টেশন উপস্থাপন করা হবে। রাজধানীর কাওরানবাজার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে ১২ সেপ্টেম্বর ইন্টারপা সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন দেশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর প্রধানদের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে নিয়ে যাওয়া হবে। তারা শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া পুলিশের স্মৃতি জাদুঘর রাজারবাগ পুলিশ লাইন পরিদর্শন করানো হবে।
সম্মেলনের শেষ দিন বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক ড. বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

বার্তাকক্ষ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর...

বাজেট পাসের আগেই নিয়ম বদল, শত শত প্রবাসীর স্বর্ণ জব্দ

বার্তাকক্ষ সৌদি প্রবাসী আব্দুল মোমেন দুটি সোনার বার নিয়ে গত ৩১ মে সৌদি আরব থেকে...

অতিরিক্ত দামে চার্জার ফ্যান বিক্রি অভিযানের খবরে পালালেন নবাবপুরের ব্যবসায়ীরা

বার্তাকক্ষ অতিরিক্ত মূল্যে চার্জার ফ্যান বিক্রির অপরাধে রাজধানীর নবাবপুরে অভিযান চালিয়ে দুই আমদানিকারক প্রতিষ্ঠানকে জরিমানা...