বার্তাকক্ষ
কোনো কিছু শেখার জন্য বা নতুন কিছু জানার ক্ষেত্রে ইউটিউব অনেকের কাছেই গুরুত্বপূর্ণ একটি প্লাটফর্ম। ভবিষ্যতে প্লাটফর্মটিতে আরো গঠনমূলক কোর্স যুক্ত করা হবে। ফলে অনুসারীদের মাস্টারক্লাসের মতো জায়গায় অনুসারীদের নিয়ে যেতে হবে না। ইউটিউবেই পেইড কোর্স অফারের সুবিধা চালু করা হবে। খবর এনগ্যাজেট।
ইউটিউবের তথ্যানুযায়ী, এসকল কোর্সগুলো আরো গভীর তথ্য ও উন্নত শিখন প্রক্রিয়া সংবলিত হবে। কনটেন্ট নির্মাতারা অনুসরণকারীদের কাছে বিনামূল্যে বা নির্দিষ্ট ফি এর ভিত্তিতে কোর্স অফার করতে পারবে। পেইড কোর্সের অধীনে যেসকল ভিডিও থাকবে সেগুলোতে কোনো বিজ্ঞাপন থাকবে না এবং ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালানো যাবে। ভিডিও শেয়ারিংয়ের প্লাটফর্মে শিক্ষামূলক কনটেন্টকে আরো শক্তিশালী করতে এবং ব্যবহারকারীদের নিজেদের দক্ষতা পরীক্ষার জন্য কুইজেস নামের ফিচারও চালু করতে পারে ইউটিউব। কনটেন্ট নির্মাতারা তাদের কমিউনিটি ট্যাবে কুইজ যুক্ত করে দিতে পারবে। ভিডিওতে দেখানো হয়েছে এমন বিষয়ে কুইজে ভিউয়ারদের প্রশ্ন করা হবে। সামনের মাসগুলোতে ফিচারটির বেটা ভার্সন চালু হতে পারে। এছাড়া যেসকল কনটেন্ট নির্মাতার কমিউনিটি ট্যাব রয়েছে তারা আগামী বছর থেকে কুইজেস ব্যবহার করতে পারবে।
