বার্তাকক্ষ ,,বিতর্কের অপর নাম রাখি সাওয়ান্ত! সম্প্রতি বিয়ে, ধর্মবদল ও তার পরপরই স্বামীর সাথে আইনি লড়াইয়ে বেশ আলোচনায় রয়েছেন অভিনেত্রী। স্বামী আদিল খান দুরানীকে জেলে পাঠিয়ে চুটিয়ে জীবন উপভোগ করছেন রাখি, এমন কথাও শোনা যাচ্ছে। এমনকি হঠাৎ করেই উরফি জাভেদের মতো পোশাকও পরছেন রাখি। উরফির সঙ্গে সম্পর্কটাও জোরদার হয়েছে অভিনেত্রীর। এরইমধ্যে একই পার্টিতে ধরা দিলেন দুই তারকা। আলোকচিত্রীরাও অপেক্ষায় ছিলেন এই মুহূর্তের। পার্টিতে উরফির গালে চুমু দিলেন রাখি, যা ভিডিওতে ধরা পড়ে।