বার্তাকক্ষ
বর্তমানে চলচ্চিত্রের পাশাপাশি রাজনীতির মাঠেও সক্রিয় আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। এর আগে তিনি নৌকা প্রতীক নিয়ে চাঁপাই নবাবগঞ্জের উপনির্বাচনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন নিয়েছিলেন। এবার গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট আজমত উল্লা খানের নির্বাচনী প্রচারণায় নেমেছেন মাহি। স্বামীকে সঙ্গে নিয়ে গত ২০ ও ২১শে মে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার আশপাশের ভোটারদের কাছে আজমত উল্লার জন্য ভোট চান ও লিফলেট বিতরণ করেন তিনি। নির্বাচনী প্রচারের সময় মাহি বলেন, গাজীপুরের যে উন্নয়ন তা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নিজের করা। প্রধানমন্ত্রী গাজীপুরকে অনেক বেশি প্রাধান্য দিয়ে বিভিন্ন রাস্তাসহ নানা উন্নয়ন করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আজমত উল্লা খানকে নির্বাচনে বিজয়ী করার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী আজমত উল্লাকে নৌকা প্রতীক দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন করার জন্য। তার দেয়া সিদ্ধান্ত গাজীপুরবাসী মেনে নিয়েছেন। আশা করছি তিনি অনেক ভোটের ব্যবধানে জিতবেন।
