বার্তাকক্ষ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ও সার্বভৌমত্বকে আঘাত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেফতার তাওহীদ ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রিমান্ড মঞ্জুর করেন। শনিবার (১০ সেপ্টেম্বর) রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।শুক্রবার (৯ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেওয়া সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের সাইবার ইন্টেল টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) অমিত কুমার দাশ বলেন, বিভিন্ন অনলাইন মনিটরিং করার সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আইডি থেকে রাষ্ট্রের ভাবমূর্তি এবং সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভারত সফর ও দেশের বিভিন্ন সংবেদনশীল ও সার্বভৌমত্বকে আঘাত করে এমন মন্তব্য করা পোস্ট চোখে পড়ে। তখন এটি নিয়ে কাজ শুরু করে সিটি সাইবার পুলিশ।সাইবার এ পুলিশ কর্মকর্তা বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই ফেসবুক আইডি শনাক্ত করে তার অবস্থান নিশ্চিত করা হয়। এরপর রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে তাওহীদ নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইলফোন ও একটি সিম জব্দ করা হয়। এ ঘটনায় রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়।
