প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর

0
11

কুষ্টিয়া সংবাদদাতা
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে তিন ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের দবির মোল্লা গেটের পাশে তাবরেজ লিখন (২৬) এবং কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে বাসের বাসের চাপায় আবদুর রউফ (৩৮) নিহত হন। রোববার (১২ মার্চ) কুষ্টিয়া হাইওয়ে পুলিশের (ওসি) দেবব্রত রায় এতথ্য নিশ্চিত করেন। ওসি দেবব্রত জানান, রোববার সকাল ৬টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের দবির মোল্লা গেটের পাশে মোটরসাইকেল ও নসিমনের মধ্যে সংঘর্ষ হয়। এতে তবরেজ লিখন নামের এক যুবক নিহত হন।
নিহত লিখন কুষ্টিয়া শহরতলীর দেশয়ালীপাড়া এলাকার বশিরুল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি ঢাকায় ডাচ বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন। সকালে মোটরসাইকেল যোগে কর্মস্থল ঢাকার উদ্দ্যেশে যাত্রা করেছিলেন তিনি। ওসি আরও জানান, সকাল সাড়ে ৮টার দিকে একই মহাসড়কের সামান্য অদূরে কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে বাসের চাপায় আবদুর রউফ (৩৮) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। তিনিও মোটরসাইকেল আরোহী ছিলেন। নিহত আবদুর রউফ লাহিনী এলাকার মৃত সোবিজ উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, সকালে কাজের জন্য মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন রউফ। মেডিকেল কলেজের সামনে একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।