Friday, December 8, 2023
Homeশিক্ষাপ্রাথমিক শিক্ষার্থীদের বৃত্তি কীভাবে, জানেন না কেউই!

প্রাথমিক শিক্ষার্থীদের বৃত্তি কীভাবে, জানেন না কেউই!

Published on

সাম্প্রতিক সংবাদ

কম বয়সীদের মধ্যে হৃদরোগ বাড়ার কারণ জানালেন বিশেষজ্ঞরা

প্রতিদিনের ডেস্ক বর্তমান সময়ে হৃদরোগে আক্রান্তের সংখ্যা হু হু করে বৃদ্ধি পাচ্ছে। আক্রান্তদের মধ্যে কম...

কোলেস্টেরল বেড়েছে? এড়িয়ে চলবেন যেসব খাবার

প্রতিদিনের ডেস্ক জীবনযাপনে ব্যাপক অনিয়মের কারণেই মানুষের মধ্যে বাড়ছে হৃদরোগের ঝুঁকি। বিশেষ করে উচ্চ রক্তচাপ,...

নির্বাচন নির্বিঘ্নে করতে অস্ত্র উদ্ধার জরুরি

আগামী শনিবার থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত...

গৌরবদীপ্ত বিজয়ের মাস

তাহমিনা আক্তার ২ লাখ মা-বোনের সম্ভম আর ৩০ লাখ শহীদের রক্ত রাঙা আমাদের প্রিয় স্বাধীনতা।...

প্রতিদিনের ডেস্ক॥ প্রাথমিকের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরীক্ষা বন্ধ হলেও ভিন্ন প্রক্রিয়ায় মূল্যায়ন করে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।গত আগস্টে আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। এর তিন মাস পেরিয়ে গেলেও ভিন্ন আঙ্গিকে শিক্ষার্থীদের মূল্যায়ন করে কীভাবে বৃত্তি দেওয়া হবে, তার সিদ্ধান্ত হয়নি। ফলে বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা ধোঁয়াশার মধ্যে রয়েছেন।
জানা যায়, বৃত্তি দেওয়ার জন্য শিক্ষার্থীদের মেধা যাচাই করতে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার বাইরে বাছাই করা শিক্ষার্থীদের আলাদাভাবে পরীক্ষা নেওয়া হতো। সারাদেশে একযোগে হওয়া ওই পরীক্ষা বৃত্তি পরীক্ষা হিসেবে পরিচিত।২০০৯ সালে জাতীয়ভাবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা নেওয়া শুরু করে সরকার। এরপর থেকে ওই পরীক্ষার ফলের ভিত্তিতেই মেধা বৃত্তি দেওয়া শুরু হয়। ফলে আলাদা বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়।
করোনা মহামারি পরিস্থিতিতে ২০২০ ও ২০২১ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) বন্ধ ছিল। ওই সময় বৃত্তিও দেওয়া হয়নি। পরে জানানো হয়, যেহেতু নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে, তাই সমাপনী পরীক্ষা আর নেওয়া হবে না।
এমন পরিস্থিতিতে প্রাথমিকে মেধা বৃত্তির জন্য যোগ্য শিক্ষার্থী বাছাই করতে প্রায় এক যুগ পর ২০২২ সালে আবারও আলাদা বৃত্তি পরীক্ষা নেওয়া হয়।
তবে গত আগস্টের শুরুতে এ সিদ্ধান্ত আবার বদলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়। ঘোষণা দেওয়া হয়, প্রাথমিকের বৃত্তি পরীক্ষা আর হবে না এবং বৃত্তিও দেওয়া হবে না।পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষা দিচ্ছে সাজিদুর রহমান। তার বাবা আজিজুর রহমান বলেন, আমার ছেলেটা পড়ালেখায় বেশ ভালো। ওর কাজিন পঞ্চম শ্রেণিতে বৃত্তি পেয়েছিল। তখন বাসায় অনেক আয়োজন ছিল। সবাই খুব খুশি ছিল। সেটা দেখে মূলত ওর বৃত্তির প্রতি ঝোঁক। এজন্য ওর বৃত্তি পরীক্ষা দিয়ে বৃত্তি পাওয়ার খুব ইচ্ছা ছিল।
তিনি বলেন, ও বারবার জিজ্ঞেস করে- বাবা আমি বৃত্তি পাবো না? কিন্তু বৃত্তি পরীক্ষা তো এখন নেই। কীভাবে দেবে বা দেবে কি না, আমরা কিছুই জানি না। সরকারের উচিত এটা নিয়ে স্পষ্ট তথ্য জানিয়ে দেওয়া।
মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী অরিন আনজুমের মা শামীমা সুলতানা বলেন, বৃত্তি দেবে কি না, সেটাই তো কেউ স্পষ্ট করে জানান না। শিক্ষকদের কাছে জানতে চাইলেও কিছুই বলতে পারে না। ওদের বার্ষিক পরীক্ষা তো প্রায় শেষ। বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য হলেও বৃত্তি ব্যবস্থা থাকা দরকার।
জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী পরিচালক (উপবৃত্তি বিভাগ) মো. হোসেন আলী বলেন, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আর বৃত্তি দেওয়া হবে কি না অথবা কীভাবে মূল্যায়ন হবে, তার কোনো নীতিমালা এখনও তৈরি করা সম্ভব হয়নি। কবে হবে সেটাও আমি জানি না।
অধিদপ্তরের আরও কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেও প্রাথমিকের বৃত্তি দিতে ‘ভিন্ন আঙ্গিকে’ ঠিক কীভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বা আদৌও বৃত্তি ব্যবস্থা চালু থাকবে কি না, তা নিয়ে কোনো তথ্যই পাওয়া যায়নি।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে পরীক্ষায় বসছেন সাড়ে ৩ লাখ প্রার্থী

প্রতিদিনের ডেস্ক তিন বছর আগে স্নাতকোত্তর শেষ করেছেন ফারজানা আক্তার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী...

মেডিকেল ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি

প্রতিদিনের ডেস্ক আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস (মেডিকেল) ভর্তি পরীক্ষা। বৃহস্পতিবার (৭...

অস্ট্রেলিয়ায় সুন্দরবনের বহুমাত্রিক গুরুত্ব তুলে ধরলেন খুবি উপাচার্য

খুবি সংবাদদাতা খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন আজ অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত...