প্রিন্টারে কালি ব্যবহারে এইচপির সতর্কতা

0
12

বার্তাকক্ষ ,,নিরাপত্তার বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠানও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এর অংশ হিসেবে এবার প্রিন্টারে অন্য প্রতিষ্ঠানের কালি ব্যবহার বন্ধ করে দিয়েছে এইচপি। টুইটার ও রেডিটে অনেক ব্যবহারকারী এ বিষয়টি জানিয়েছে। খবর ইটিটেলিকম।
এইচপি কমিউনিটি ফোরামের বরাতে দ্য ভার্জ এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি প্রিন্টারের জন্য নতুন ফার্মওয়্যার ভার্সন চালু করেছে এইচপি। সেখানে ডায়নামিক সিকিউরিটি নীতির অধীনে তৃতীয় পক্ষের কালি ব্যবহার বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।
এইচপির কার্ট্রিডজ অথেনটিকেশস প্রক্রিয়ার অংশ হিসেবে ২০১৬ সালে ডায়নামিক সিকিউরিটি প্রথম প্রকাশ্যে আসে। মূলত গ্রাহকের ব্যবহারিক অভিজ্ঞতায় কোনো নতুন আপডেটের ফলে যেসব কার্ট্রিডজে এইচপির পুরনো বা নতুন চিপ বা ইলেকট্রনক সার্কিট্রি নেই সেগুলো প্রিন্টারে ব্যবহার করা যাবে না।