বার্তাকক্ষ
প্রথমবারের মতো প্রেমিক রোমেন গাভরাসের সঙ্গে প্রকাশ্যে এলেন পপ তারকা ডুয়া লিপা। সম্প্রতি কান ফিল্ম ফেস্টিভ্যালে তাদের রোমান্স মুগ্ধ করেছে সবাইকে। প্রেমিকের হাত ধরেই লালগালিচায় হাজির হন এই পপ তারকা। তিনবারের গ্র্যামি বিজয়ী গায়িকা রেড কার্পেটে এক কাঁধের কালো ফ্লোর-লেংথ গাউন পরে হাজির হয়েছিলেন। অপরদিকে গাভরাস একটি কালো স্যুটের সঙ্গে একটি সাদা শার্ট এবং কালো টাই পরেছিলেন।
