বাগেরহাট প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, সময়ের পরিবর্তন এবং সভ্যতার বিকাশের সাথে সাথে আমাদের শিক্ষা ব্যবস্থায়ও পরিবর্তন এসেছে। এখন সবকিছুই হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর। এজন্য আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হিসেবে তৈরি করতে হবে। আর এর সূচনা করতে হবে প্রাথমিক শিক্ষা স্তর থেকেই। তাহলে দেশ বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে। শিক্ষা ব্যবস্থাও বিশ্বমানে উন্নীত হবে। আজ ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) বেলা ১১টায় ফকিরহাট উপজেলা পরিষদ অডিটরিয়ামে শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশন-এর উদ্যোগে ‘সময়ের চাহিদা ও শিক্ষা সংস্কারে অব্যাহত প্রচেষ্টা’ শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফকিরহাট শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশন-এর সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সোবহান মিয়া, খুলনা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান শিক্ষানুরাগী স্বপন দাশ। এসময় আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস।
