প্রতিদিনের ডেস্ক
বিএনপির সমাবেশ যখন লন্ডভন্ড। তখন গুলিস্তানের সমাবেশে বক্তব্য চলছে। বক্তব্যের শুরুতে ওবায়দুল কাদের বলেন, খেলা হবে। খেলা হবে? প্রস্তুত? ফখরুল বিএনপি কোথায়? মহাযাত্রা এখন মহাপতন যাত্রা। বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রা। খেলা হবে? অনেক খেলা হবে… সেমি ফাইনালে আমরা গেছি। তারপরে ফাইনাল নির্বাচনে। শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর গুলিস্তানের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, জবাব দিতে হবে। কেন প্রধান বিচারপতির বাসভবনের সামনের হামলা? জবাব দিতে হবে, কেন পুলিশের গায়ে হাত তোলা হয়েছে? কেন পুলিশ সদস্য নিহত হয়েছে? এসব জবাব দিতে হবে? এসবের বিরুদ্ধে খেলা হবে। পুরাতন চেহারায় ফিরে এসেছে বিএনপি। খেলা বাকি আছে। এদের বিরুদ্ধে খেলা হবে। কাদের দাবি করেন, বিএনপি সন্ত্রাসী দল৷ তারা তাদের পুরোনো চেহারা জাতির সামনে তুলে ধরেছে। এদের বিরুদ্ধে খেলা হবে। এদের অপরাধের বিচার হবে। এদের নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। এ অস্ত্র ভোতা হয়ে গেছে। ভোতা অস্ত্রে কাজ হবে না। তিনি বলেন, পুরানো চেহারায় ফিরে এসেছে বিএনপি। এদের স্বভাব আয়নার মত পরিস্কার। এদের ক্ষমা করা যায় না। নেত্রী চট্টগ্রামে ছিলেন। ওখানে খাবার না খেয়েই চলে এসেছেন, ঢাকায় কি হচ্ছে দেখার জন্য। রোববার রাজপথে নামবো। পালানোর পথ পাবে না ওরা।ওবায়দুল কাদের বলেন, ওরা মাঠে ছিল না। আমরা মাঠে থাকবো। শেখ হাসিনার কর্মীরা মাঠে ছিল, মাঠে আছে, মাঠে থাকবে।
